About Us
এডমিশন টিউন (Admission Tune)
এডমিশন টিউন ২০২০ সাল থেকে সারাদেশ ব্যাপী অনলাইন শিক্ষাকার্যক্রম চালিয়ে আসছে অত্যন্ত সফলতার সাথে। দীর্ঘ এ যাত্রায় এডমিশন টিউনের সাথে যুক্ত হয়েছে দেশের সেরা একদল ইনস্ট্রাক্টর ও কনটেন্ট ডেভলপমেন্ট টিম। আমাদের রয়েছে লক্ষাধিক প্রশ্নের বিশাল ডাটাবেজ, একাডেমিক ও এডমিশন কনটেন্ট এর সুবিশাল সংগ্রহ যেগুলো একজন শিক্ষার্থীকে যেকোন পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুত করে দিতে ও দক্ষতা উন্নয়নে শতভাগ সহায়তা করতে পারে। অনলাইন কোর্স, এক্সাম ও ইন্টারেক্টিভ কনটেন্ট সেবার মাধ্যমে এডমিশন টিউন সর্বোচ্চ সেবা দিতে বদ্ধ পরিকর। তাছাড়া আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রিমিয়াম এক্সাম ও ক্লাসের ব্যবস্থা করে থাকি। আমাদের এই ওয়েবসাইট সম্পর্কে শিক্ষার্থী ও চাকুরী প্রত্যাশীদের ফিডব্যাক বরাবরের মতই ইতিবাচক পেয়ে থাকি। আমরা এখানে সাধারণত এইচএসসি, ভর্তি প্রস্তুতি ও অন্যান্য পড়াশোনা সংক্রান্ত বিষয় বস্তু শেয়ার করি। এছাড়া আপনি বিজ্ঞান ও প্রযুক্তি, সম্পাদকীয় যেমনঃ ভ্রমণ, স্বাস্থ্য বিষয়ক তথ্য আমাদের সাইট থেকে জানতে পারবেন। আমাদের সম্পর্কে যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ বা অভিযোগ প্রদান করতে চাইলে অনুগ্রহ করে official@admissiontune.com এই ঠিকানায় ইমেইল করুন।