কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ | Current Affairs 2024
কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ ডাউনলোড ২০২৪
Professor’s current affairs 2024 pdf download
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৪ পিডিএফ
প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ পিডিএফ ডাউনলোড (সকল মাস)
কারেন্ট অ্যাফেয়ার্স সংখ্যা | ডাউনলোড লিংক |
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারী ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
---|---|
কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স আগষ্ট ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
কারেন্ট আফেয়ার্স ডিসেম্বর ২০২৪ পিডিএফ | ডাউনলোড |
সাম্প্রতিক তথ্য ২০২৪ (বাংলাদেশ বিষয়াবলী)
০১ মে, ২০২৪
♦︎ বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে 'কৃষক ও শ্রমিকের মুক্তি'র কথা বলা হয়েছে?
উত্তর: অনুচ্ছেদ-১৪।
♦︎ আনারস পাতার আঁশ থেকে উদ্ভাবিত সুতার নাম কী?
উত্তর: পাইনঅ্যাপল সিল্ক।
♦︎ পাইনঅ্যাপল সিল্ক উৎপাদন কেন্দ্র কোথায়?
উত্তর: মানিকগঞ্জ জেলায়।
♦︎ তৈরি পোষাক থেকে বাংলাদেশের রপ্তানি আয় কত?
উত্তর: প্রায় ৮৫ শতাংশ। [তথ্যসূত্র: এডিবি]
♦︎ IMF-এর তথ্য মতে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির প্রাক্কলন কত?
উত্তর: ৬ দশমিক ৬ শতাংশ।
০২ মে, ২০২৪
♦︎ 'গুপী গাইন বাঘা বাইন' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর: সত্যজিৎ রায় (জন্ম: ২ মে, ১৯২১)।
♦︎ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ভারতীয় উপমহাদেশের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর: প্রফুল্ল চাকী (মৃত্যু: ২ মে, ১৯০৮)।
♦︎ IMF-এর মতে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫ দশমিক ৭ শতাংশ।
♦︎ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
উত্তর: উখিয়া, কক্সবাজার।
♦︎ WHO'র প্রতিবেদনে হেপাটাইটিস সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
০৩ মে, ২০২৪
♦︎ দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
উত্তর: শিরীন পারভীন।
♦︎ আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য কত কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে?
উত্তর: ৪৭০ কোটি ডলার।
♦︎ মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: জগজিৎ সিং অরোরা। (মৃত্যু: ৩ মে, ২০০৫)
♦︎ ডায়েরিমূলক গ্রন্থ 'একাত্তরের দিনগুলি'- এর রচয়িতা কে?
উত্তর: জাহানারা ইমাম (জন্ম: ৩ মে, ১৯২৯)।
♦︎ ঈদুল ফিতরের মাস এপ্রিলে মোট রেমিট্যান্স এসেছে কত?
উত্তর: ২০৪ কোটি ৩০ লাখ ডলার।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ৩০৮ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা।
০৪ মে, ২০২৪
♦︎ "বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন" কার লেখা?
উত্তর: সব্যসাচী হাজরা।
♦︎ RSF-এর সূচক অনুযায়ী ২০২৪ সালের, স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫ তম। [শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ- ইরিত্রিয়া (১৮০তম)]
♦︎ পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে?
উত্তর: ১৯৮৫ সালে।
♦︎ তাপপ্রবাহের কারণে ঢাকা শহরের জিডিপির কত শতাংশ ক্ষতি হয়?
উত্তর: ৮ শতাংশ (বছরে প্রায় ৬০০ কোটি ডলার)।
♦︎ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৪ মে, ১৮৪৯।
♦︎ 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩' পুরস্কার পেয়েছে-
উত্তর: লাফার্জহোলসিম বাংলাদেশ।
০৫ মে, ২০২৪
♦︎ বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ নারী কে?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার (জন্ম: ৫ মে, ১৯১১)।
♦︎ বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫ তম। (স্কোর ২৭.৬৪; [সূত্র: RSF])
♦︎ সাতক্ষীরায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয় কবে?
উত্তর: আশির দশক।
♦︎ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের নাম কী?
উত্তর: বিনা ধান-২৫।
০৬ মে, ২০২৪
♦︎ ‘বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
♦︎ 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ। (জন্ম: ৬ মে, ১৯৩২)
♦︎ বাংলাদেশের প্রথম নারী ভাস্করের নাম কী?
উত্তর: নভেরা আহমেদ। (মৃত্যু: ৬ মে, ২০১৫)
♦︎ বাংলাদেশে সমুদ্রগামী জাহাজের সংখ্যা কতটি?
উত্তর: ৯৭টি।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে আমের উৎপাদন কত ছিল?
উত্তর: ২৭.৫ লাখ মেট্রিক টন (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)।
♦︎ ২০২২-৩ অর্থবছরে আম রপ্তানির পরিমাণ কত?
উত্তর: ৩,১০০ মেট্রিক টন।
♦︎ বর্তমানে কর্মক্ষেত্রে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে কত শতাংশ নারী কাজ করছেন?
উত্তর: প্রায় ১৭ শতাংশ।
০৭ মে, ২০২৪
♦︎ রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
উত্তর: ১৬ বছর (জন্ম: ৭ মে, ১৮৬১)।
♦︎ 'The pied piper of Hamelin' এর লেখক কে?
উত্তর: Robert Browning (জন্ম: ৭ মে, ১৮২২)।
♦︎ বাংলাদেশ সরকারের চালুকৃত ক্লাউড সেবার নাম কী?
উত্তর: 'বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড'।
♦︎ বাংলাদেশে শ্রম শক্তির পরিমাণ কত?
উত্তর: ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার নারী-পুরুষ (সূত্র: BBS)।
♦︎ পাকিস্তান গণপরিষদ কবে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ৭ মে, ১৯৫৪।
♦︎ বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত GI পণ্যের সংখ্যা কতটি?
উত্তর: ৩২টি (সূত্র: শিল্প মন্ত্রণালয়)।
♦︎ বাংলাদেশে সম্ভাব্য GI পণ্যের তালিকায় কতটি পণ্য রাখা হয়েছে? উত্তর: ১৫১টি।
০৮ মে, ২০২৪
♦︎ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে।
♦︎ UNESCO'র বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় Sultana’s Dream
♦︎ 'কালবেলা' উপন্যাসের লেখক কে?
উত্তর: সমরেশ মজুমদার (মৃত্যু: ৮ মে, ২০২৩)।
♦︎ পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় নিবন্ধিত চা-বাগানের সংখ্যা কত?
উত্তর: ৯টি।
♦︎ নবজাতক শিশুদের দেহে হাড়ের সংখ্যা কত?
উত্তর: ৩০০টির বেশি।
♦︎ বাংলাদেশে আসা তুর্কিয়ের নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কী?
উত্তর: টিসিজি কিনালিয়াদা।
০৯ মে, ২০২৪
♦︎ এ বছর বাংলা একাডেমির 'রবীন্দ্র পুরস্কার' পেয়েছেন কে?
উত্তর: অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও শিল্পী লাইসা আহমেদ।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প রাখা হয়েছে কয়টি?
উত্তর: ১ হাজার ২৫৮টি।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে এডিপিতে কত টাকা বরাদ্দ রাখা হচ্ছে?
উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
♦︎ বাংলাদেশ থেকে কতটি দেশে কর্মী পাঠানো হয়েছে?
উত্তর: ১৭৬টি দেশে।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য কতজন কর্মী বিদেশে পাঠানো হয়েছে?
উত্তর: ১১ লাখ ২৬ হাজার ৬০ জন।
১১ মে, ২০২৪
♦︎ দেশের প্রথম নারী আলোকচিত্রীর নাম কী?
উত্তর: সইদা খানম।
♦︎ বাংলাদেশের দারিদ্রের হার কত?
উত্তর: ১৮ দশমিক ৭ শতাংশ (BBS এর খানা আয় ও ব্যয় জরিপ)।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে কবে?
উত্তর: ৬ জুন, ২০২৪।
♦︎ বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রামের হালদা নদীতে।
♦︎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি ও সাহিত্যিক ছদ্মনাম কি?
উত্তর: উপাধি: সাহিত্য সম্রাট; ছদ্মনাম: কমলাকান্ত।
♦︎ ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে?
উত্তর: ডেভিড স্লেটন মিল।
♦︎ আইওএম প্রকাশিত ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুযায়ী বিশ্বে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
১২ মে, ২০২৪
♦︎ বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর: বেঙ্গল গেজেট।
♦︎ শ্রীরামপুর মিশনারিদের দ্বারা প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর: সাপ্তাহিক সমাচার দর্পণ।
♦︎ দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর: ১ লাখ ১৪ হাজার ৫৩৯টি (সরকারি ৬৫,৫৬৬টি)।
♦︎ তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: দ্বিতীয় (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো-২০২৩)।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে তৈরি পোশাক খাতে জিডিপির অবদান কত?
উত্তর: ১০.৩৫ শতাংশ।
১৩ মে, ২০২৪
♦︎ 'আঠারো বছর বয়স' কবিতাটির লেখক কে?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য (মৃত্যু: ১৩ মে, ১৯৪৭)।
♦︎ ইউনেস্কোর 'বিশ্বস্মৃতি' বা ওয়ার্ল্ড মেমোরি' তালিকায় স্থান পেয়েছে কোনটি?
উত্তর: সুলতানা'স ড্রিম (রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস)।
♦︎ আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
♦︎ দেশে আমের বার্ষিক উৎপাদন কত?
উত্তর: প্রায় ১৫ লাখ টন।
♦︎ বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি?
উত্তর: ২১৭টি।
১৪ মে, ২০২৪
♦︎ 'নেকড়ে অরণ্য' উপন্যাসের লেখক কে?
উত্তর: শওকত ওসমান (মৃত্যু: ১৪মে, ১৯৯৮)।
♦︎ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কবে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৪মে, ২০২০।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ উৎক্ষেপণ করা হয় কবে?
উত্তর: বাংলাদেশ সময় ১২মে, ২০১৮।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১ নির্মাণ ও উৎক্ষেপণ ব্যয় কত?
উত্তর: ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
♦︎ বঙ্গবন্ধু স্যাটেলাইট-০২ কোন ধরনের স্যাটেলাইট?
উত্তর: পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট।
♦︎ IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের GDP'র প্রবৃদ্ধির হার কত হবে?
উত্তর: ৫.৭ শতাংশ।
♦︎ ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?
উত্তর: কুড়িগ্রামে।
১৫ মে, ২০২৪
♦︎ আন্তর্জাতিক পরিবার দিবস কবে?
উত্তর: ১৫ মে।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত?
উত্তর: ২৫ লাখ ২৮ হাজার টন।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার কত হতে পারে?
উত্তর: ৭ লাখ ৯৬ হাজার ৯০০ কোটি টাকা।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা কত?
উত্তর: ৫৮ লাখ ১ হাজার।
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে কর্মসূচির সংখ্যা কতটি?
উত্তর: ১৩০টি।
♦︎ ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হোসেন শান্ত।
১৬ মে, ২০২৪
♦︎ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৬ মে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি আয় কত?
উত্তর: ৬ হাজার ৩০৫ কোটি ডলার (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)।
♦︎ ২০২৩ অর্থবছরে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের আমদানি ব্যয় কত?
উত্তর: ১১৮.১৭ মিলিয়ন মার্কিন ডলার।
১৭ মে, ২০২৪
♦︎ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে?
উত্তর: ১৯৯৯ সালে।
♦︎ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৭ মে (১৯৮১ সালে)।
♦︎ ফোর্বসের ২০২৪ সালের '৩০ অনূর্ধ্ব ৩০' তালিকায় এশিয়ার কতজন বাংলাদেশি স্থান পেয়েছেন?
উত্তর: ৯ জন।
♦︎ কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
উত্তর: ২৪মে, ১৯৭২।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের এডিপির মোট বরাদ্দ থাকছে-
উত্তর: ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
♦︎ বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: ১৭ মে, ১৯১৩।
১৮ মে, ২০২৪
♦︎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ‘বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড' অনুষ্ঠিত।
♦︎ আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৮মে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে দেশে হস্ত ও কারুশিল্পের বাজার কত ছিল?
উত্তর: ২ হাজার ৪৩০ কোটি টাকার বেশি।
♦︎ বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর: ডব্লিউ এ এস ওডারল্যান্ড (মৃত্যু: ১৮ মে, ২০০১)।
♦︎ সৌদি আরবে বাংলাদেশি কর্মীর সংখ্যা কত?
উত্তর: ২১ লাখ ২০ হাজার (বাংলাদেশ শীর্ষ)।
১৯ মে, ২০২৪
♦︎ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। (জন্ম: ১৯ মে, ১৯০৮)।
♦︎ মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প 'বাংলাদেশ কথা কয়' এর গল্পকার কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। (মৃত্যু: ১৯ মে, ২০২২)
♦︎ বাংলাদেশ প্রথম বিদেশে চিংড়ি রপ্তানি করে কবে?
উত্তর: ১৯৭৬ সালে।
♦︎ 'পোয়েট অব বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কাকে?
উত্তর: কবি নির্মলেন্দু গুণকে।
♦︎ ২০১২ সালের জুলাইয়ে কতটি পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করা হয়েছিল?
উত্তর: ১৭টি।
♦︎ সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী বাংলাদেশি কে?
উত্তর: বাবর আলী।
২০ মে, ২০২৪
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ভর্তুকি খাতে মূল বরাদ্দ কত ছিল?
উত্তর: ১ লাখ ১০ হাজার ৬৭২ কোটি টাকা।
♦︎ বিশ্বব্যাংকের মতে প্রতিবছর দেশে তথ্যপ্রযুক্তি খাতে অর্থনীতিতে মূল্য সংযোজনের পরিমাণ কত?
উত্তর: ৪৫২ কোটি ডলার। (টাকায় প্রায় ৫৩ হাজার কোটি টাকা)
♦︎ বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১০২ তম। (১৫৭ টি দেশের মধ্যে)
♦︎ Best Countries for Hiring Freelancers-2024 প্রতিবেদন অনুযায়ী ফ্রিল্যান্সিং-এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ২৯তম। (৩০টি দেশের মধ্যে)
২১ মে, ২০২৪
♦︎ বাংলা সাহিত্যের গীতিকাব্যের প্রথম কবির নাম কী?
উত্তর: বিহারীলাল চক্রবর্তী। (জন্ম: ২১ মে, ১৮৩৫)
♦︎ কত অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন?
উত্তর: ৭২ (১) অনুচ্ছেদ।
♦︎ BBS- এর সাময়িক হিসাব অনুযায়ী দেশে ২০২৩-২৪ অর্থবছরে GDP-এর প্রবৃদ্ধির হার কত?
উত্তর: ৫.৮২ শতাংশ।
♦︎ চা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৮ম।
২২ মে, ২০২৪
♦︎ বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।
♦︎ ২০২৪-২৫ অর্থবছরের সামরিক হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় কত?
উত্তর: ২ হাজার ৭৮৪ মার্কিন ডলার।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় কত ছিল?
উত্তর: ২ হাজার ৭৪৯ মার্কিন ডলার।
♦︎ 'বৈশ্বিক মতপ্রকাশ প্রতিবেদন- ২০২৪' অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১২৮তম। (১৬১টি দেশের মধ্যে)
♦︎ বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৬৫তম। (স্কোর ২৭.৬৪; ১৮০টি দেশের মধ্যে)
২৩ মে, ২০২৪
♦︎ দেশে এবার ঘূর্ণিঝড় হলে সেই ঘূর্ণিঝড়ের নাম কী হবে?
উত্তর: রোমাল (অর্থ: বালু)
♦︎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে 'জুলি ও কুরি' শান্তি পদক প্রদান করা হয়?
উত্তর: ২৩ মে, ১৯৭৩ সাল।
♦︎ বাংলাভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: সমাচার দর্পণ। (প্রকাশিত ২৩মে, ১৮১৮)
২৪ মে, ২০২৪
♦︎ বৃত্রসংহার কার রচিত মহাকাব্য?
উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। (মৃত্যু: ২৪মে, ১৯০৩)
♦︎ নজরুল পুরস্কার ২০২৪ প্রদান করা হয় কাকে?
উত্তর: অধ্যাপক ড. রাজিয়া সুলতানা।
♦︎ বাংলাদেশ কত সালে LDC তালিকাভুক্ত হয়?
উত্তর: ১৯৭৫ সালে।
২৫ মে, ২০২৪
♦︎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। (২৫মে, ১৮৯৯ সাল)
♦︎ প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর: ন্যাথালিয়েন ব্রাসি হালহেড (জন্ম: ২৫মে, ১৭৫১)
♦︎ মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় কবে থেকে?
উত্তর: ২৫ মে, ১৯৭১।
♦︎ ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ?
উত্তর: ওমান।
♦︎ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কি.মি. হলে তাকে কী বলে?
উত্তর: প্রবল ঘূর্ণিঝড়।
♦︎ ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতির নাম কি?
উত্তর: ক্রলিং পেগ।
২৬ মে, ২০২৪
♦︎ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল।
♦︎ কর্ণফুলী টানেলের প্রকল্প ব্যয় কত ছিল?
উত্তর: ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
♦︎ বাংলার প্রথম মুদ্রা প্রচলন শুরু হয় কবে?
উত্তর: ১৩০১ সালে।
♦︎ বাংলার প্রথম মুদ্রা প্রচলন শুরু করেন কে?
উত্তর: শামসুদ্দিন ফিরোজ শাহ।
২৭ মে, ২০২৪
♦︎ সদ্য বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে আম উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১৪ লাখ ৮২ হাজার ৯৩৭ মেট্রিক টন।
♦︎ মোট আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৭ম।
♦︎ বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় কবে?
উত্তর: ১৮৪০ সালে।
♦︎ ২০২২-২৩ অর্থবছরে চা উৎপাদনের পরিমাণ কত?
উত্তর: ১০ কোটি ২৯ লাখ কেজি।
♦︎ বাংলাদেশে বার্ষিক মাথাপিছু কার্বন নিঃসারণের পরিমাণ কত?
উত্তর: ০.৫ টন।
♦︎ ২০৫০ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশে বাস্তুচ্যুতের সংখ্যা কত হবে?
উত্তর: প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ। (সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে)
২৮ মে, ২০২৪
♦︎ 'সংগ্রাম' চিত্রকর্মের শিল্পী কে?
উত্তর: জয়নুল আবেদিন। (মৃত্যু: ২৮ মে, ১৯৭৬)
♦︎ ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার কত?
উত্তর: ২ লাখ ৫৪ হাজার ৩৫১ কোটি টাকা।
♦︎ BBS এর গবেষণা ও উন্নয়ন জরিপ ২০২২ অনুযায়ী দেশে গবেষকের সংখ্যা কত?
উত্তর: প্রতি ১০ লাখ মানুষের বিপরীতে ১০৭ জন।
♦︎ দেশে গবেষণা ও মান উন্নয়ন কার্যক্রমে বছরে মাথাপিছু আনুমানিক ব্যয় কত?
উত্তর: প্রায় ৬২০ টাকা।
♦︎ বাড়িতে সন্তান প্রসবের হার কত?
উত্তর: ৩২.৭৭ শতাংশ।
♦︎ প্রতি হাজার জীবিত শিশু জন্মের বিপরীতে কতজন শিশু (এক মাসের কম বয়সী বা নবজাতক) মৃত্যুবরণ করে?
উত্তর: ২০ জন।
♦︎ প্রতি লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে কতজন মা মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৬ জন।
২৯ মে, ২০২৪
♦︎ 'The Origin and Development of Bangla Language' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: সুনীতিকুমার চট্টোপাধ্যায়। (মৃত্যু: ২৯মে, ১৯৭৭)
♦︎ ২০২৩ সালে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ কত?
উত্তর: ৩০০ কোটি ৪৪ লাখ ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
♦︎ সম্প্রতি বাংলাদেশের নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ 'ওরে বিহঙ্গ মোর' ভাস্কর্য কোথায় স্থাপন করা হয়?
উত্তর: জাপানের নাগাসাকি পিস পার্কে।
♦︎ বর্তমানে বাংলাদেশ কতটি দেশে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছে?
উত্তর: ১৩টি দেশে।
♦︎ বাংলাদেশের কতজন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন?
উত্তর: ৬ হাজার ৯২ জন। (নারী ৪৯৩ জন)
♦︎ বর্তমানে বাংলাদেশি সদস্যরা কতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন?
উত্তর: ৯টি।
৩০ মে, ২০২৪
♦︎ সদ্য দায়িত্বপ্রাপ্ত র্যাবের মহাপরিচালক কে?
উত্তর: মো: হারুন আর রশিদ (১০ম)।
♦︎ অ্যাফেক্টিভ অ্যান্টি স্মোকিং পলিসি গ্লোবাল ইনডেক্স ২০২৪ সূচকে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ৪২তম।
♦︎ বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীদের জন্য বিশ্বব্যাংক কত টাকা অনুদান দিচ্ছে?
উত্তর: ৭০ কোটি ডলার। (দেশীয় মুদ্রায় ৮ হাজার ২২৫ কোটি টাকা)
♦︎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন কবে?
উত্তর: ৩০ মে, ১৯৮১।
৩১ মে, ২০২৪
♦︎ ব্যবসা পরিবেশ সূচক বা বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২৩-২৪ জরিপে বাংলাদেশের স্কোর কত?
উত্তর: ৫৮ দশমিক ৭৫।
♦︎ রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ কত?
উত্তর: ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর। (সূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
♦︎ ২০২২-২৩ অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি মূল্যের পরিমাণ কত?
উত্তর: ১২২ কোটি ডলার।
♦︎ দেশের প্রথম 'যুদ্ধ শিশু' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে?
উত্তর: মেরিনা খাতুন।
♦︎২০২৩-২৪ অর্থবছরে মোট কর অব্যাহতির প্রক্ষেপণ করা হয়েছে-
উত্তর: ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা।
♦︎২০২৪-২৫ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ কত রাখা হয়েছে?
উত্তর: ১ লাখ ৬৩ হাজার কোটি টাকা।