২০২৪ সালে সরকারি মেডিকেলে আসন বেড়েছে ১০৩০টি

দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিিক্ষ কোর্সে ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বেশি আসন বেড়েছে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন। রবিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
মেডিকেলে আসন বাড়ছে
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি সরকারি মেডিকেলে আসন বাড়ছে ২০-৬০টি পর্যন্ত। সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এরপর যথাক্রমে মানিকগঞ্জের কর্নেল মালেক, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯টি, শহীদ মনসুর আলী মেডিকেল ৩৫টি, সাতক্ষীরা মেডিকেল ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল ৩৫টি।

তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে দেশের মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রতি বছর ভর্তির সুযোগ পান মাত্র ৪ হাজার ৩৫০ শিক্ষার্থী। আসন সীমিত হওয়ায় বহু মেধাবী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন।

এ কারণে নতুন আর ১ হাজার ৩০ আসনের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩৮০টি।
 
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়ে, মোট ৩৭টি সরকারি মেডিকেল কলেজে প্রত্যেক কলেজে কম বেশি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি  হতে পারবেন।

সরকারি মেডিকেলে কোনটিতে কত আসন বেড়েছে

২০২৩ সালের ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ঢাকা মেডিকেল কলেজে ২৩০টি আসন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আসন রয়েছে ২৩০টি। কর্নেল মালেক মেডিকেল কলেজে আসন রয়েছে ৭৫টি। কক্সবাজার মেডিকেল কলেজে আসন রয়েছে ৭০টি। কুমিল্লা মেডিকেল কলেজে ১৮০টি। যশোর মেডিকেল কলেজে ৭০টি, খুলনা মেডিকেল কলেজে ১৮০টি, কুষ্টিয়া মেডিকেল কলেজে ৬৫টি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ১৮০টি আসন রয়েছে।

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে আসন রয়েছে ৭০টি। সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আসন রয়েছে ৫০টি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আসন রয়েছে ১৮০টি।  চাঁদপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ৫০টি। এম এ জি ওসমানী মেডিকেল কলেজে আসন রয়েছে ২৩০টি, মাগুরা মেডিকেল কলেজে ৫০টি, মুগদা মেডিকেল কলেজে ৭৫টি, ময়মনসিংহ মেডিকেল কলেজে ২৩০টি।

নওগাঁ মেডিকেল কলেজে ৫০টি, নেত্রকোনা মেডিকেল কলেজে ৫০টি, নীলফামারী মেডিকেল কলেজে ৫০টি, পাবনা মেডিকেল কলেজে ৭০টি, পটুয়াখালী মেডিকেল কলেজে ৫১টি, রাজশাহী মেডিকেল কলেজে ২৩০টি, রাঙামাটি মেডিকেল কলেজে ৫১টি। রংপুর মেডিকেল কলেজে ২৩০টি, সাতক্ষীরা মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২০০টি।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৬৫টি, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ৭২টি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮০টি, শেরে-ই-বাংলা মেডিকেলে কলেজে ২৩০টি আসন রয়েছে। শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জে ৫১টি আসন, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরে ৬৫টি, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলে ৬৫টি, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬৫টি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ২৩০টি আসন রয়েছে।
শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url