(১০০% কমন) এসএসসি গণিত সাজেশন ২০২৩

100% Sure SSC Suggestion

এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এসএসসি গণিত সাজেশন এডমিশন টিউন ব্লগ তৈরি করেছে। আমাদের ফেসবুক গ্রুপে ssc math suggestion এর জন্য অনেক সাড়া পেয়েছি। 

এসএসসি গণিত সাজেশন

আশা করি এসএসসি গণিত সাজেশন ভালোভাবে অনুসরণ করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হলে কলেজ এডমিশনের জন্য নিয়মিত আমাদের পোস্টগুলো ফলো করবে। 

এসএসসি গণিত সাজেশন

এসএসসি পরীক্ষায় গণিত অনেকের কাছেই আতঙ্কের নাম। বিশেষ করে কমার্স ও আর্টসের অনেক স্টুডেন্ট গণিত নিয়ে দুশ্চিন্তায় থাকো। ম্যাথ হলো প্রচুর প্র্যাকটিসের সাবজেক্ট; তাই শেষ মুহূর্তে সাজেশনে থাকা বিষয়গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে অন্যদের থেকে এগিয়ে থাকো। 

SSC Math Suggestion  

আমরা প্রথমে টপিকভিত্তিক সাজেশন দেখবো এবং এরপর আমরা শর্ট সাজেশনে শেয়ার করবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো সাজেশনে যাওয়া যাক। 

অধ্যায়ঃ০২ - সেট ও ফাংশন 

  • সেট প্রকাশের পদ্ধতি *****
  • সসীম সেট ও অসীম সেট **
  • বাস্তব সংখ্যার সেট ও উপসেট **
  • সেটের সমতা ও অন্তর ***
  • ফাকা ও সার্বিক সেট **
  • পূরক ও সংযোগ সেট ****
  • ছেদ সেট ****
  • ভেনচিত্র ও সেটের বিধিসমূহ ****
  • শক্তি সেট *****
  • ক্রমজোড় ***
  • কার্তেসীয় গুণজ *****
  • অন্বয় ও ফাংশন *****
  • ডোমেন ও রেঞ্জ *****
  • ফাংশনের লেখচিত্র ***
  • অনুশীলনী ২.১ : ১, ৬, ৭, ১০, ১১ (উদাহরণঃ ১৫ ও অন্যান্য)
  • অনুশীলনী ২.২ : ১০, ১১, ১৩, ১৫, ১৮, ২১, ২৩

অধ্যায়ঃ ৩ - বীজগাণিতিক রাশি 

  • বীজগাণিতিক রাশি ***
  • বর্গ ও ঘন সংক্রান্ত সূত্রাবলি *****
  • উৎপাদকে বিশ্লেষণ ***** 
  • ভাগশেষ উপপাদ্য ***
  • বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ ****
  • অনুশীলনী ৩.১ : ৮, ৯, ১০, ১৫ (উদাহরণঃ ৭, ১০)
  • অনুশীলনী ৩.২ : ৪, ৭, ১৩, ১৫, ১৬ (উদাহরণঃ ১৬, ১৭)
  • অনুশীলনী ৩.৩ : ৫, ৬, ১৮, ২১, ২৫
  • অনুশীলনী ৩.৫ : ১৪, ১৭, ২৩, ৩২ (উদাহরণঃ ৪২)
অধ্যায়ঃ০৪ - সূচক ও লগারিদম 
    • সূচক ও সূচকের সূত্রাবলি ******
    • শূন্য ও অঋণাত্মক সূচক, n-তম মূল ***
    • লগারিদম ও লগারিদমের সূত্র *****
    • সংখ্যার বৈজ্ঞানিক ও আদর্শ রূপ **
    • লগারিদম পদ্ধতি **
    • সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক**
    • অনুশীলনী ৪.১ : ৪, ৬, ৮, ১৫, ১৬, ১৮ (উদাহরণঃ ৪ ও অন্যান্য)
    • অনুশীলনী ৪.২ : ১, ৪ (উদাহরণঃ ৬, ১০) 

    অধ্যায়ঃ০৭ - ব্যবহারিক জ্যামিতি 

    • ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন *****
    • অনুশীলনী ৭.১ : ৬
    • অনুশীলনী ৭.২ : ১৫, ১৬
    • সম্পাদ্য ১, ২, ৩, ৫, ৭, ৯, ১১ (উদাহরণঃ ২ ও ৩)
    অধ্যায়ঃ০৮ - বৃত্ত
    • বৃত্ত *****
    • বৃত্তচাপ ****
    • বৃত্তস্থ চতুর্ভুজ *****
    • বৃত্তের ছেদক ও স্পর্শক *****
    • বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য *****
    • অনুশীলনী ৮.১ : ৩, ৪, ৬, ৮, ১২
    • অনুশীলনী ৮.২ : ৩, ৪, ৫
    • অনুশীলনী ৮.৫ : ১১, ১৩, ১৫, ১৬
    • উপপাদ্য ১৫ (১৩১ পৃষ্ঠার উদাহরণ ১), ১৭, ১৮, ২২, ২৩

    অধ্যায়ঃ০৯ - ত্রিকোণমিতিক অনুপাত 

    • সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ **
    • সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের ধ্রুবতা **
    • সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক *****
    • ত্রিকোণমিতিক অভেদাবলি ***
    • কোণের ত্রিকোণমিতিক অনুপাত **
    • ত্রিকোণমিতিক অভেদাবলির প্রয়োগ *****
    • অনুশীলনী ৯.১ : ৫, ১১, ১৭, ২১ (উদাহরণঃ ১০ ও ১১)
    • অনুশীলনী ৯.২ : ২০, ২৪, ২৬, ২৯ (উদাহরণঃ ১৪)

    অধ্যায়ঃ১৩ - সসীম ধারা

    • অনুক্রম **
    • ধারা **
    • সমান্তর ধারা ***
    • সমান্তর ধারার নির্দিষ্টতম পদ ****
    • সমান্তর ধারার নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি *****
    • প্রথম n-সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় **
    • প্রথম n-সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় ***
    • গুণোত্তর ধারা ****
    • গুণোত্তর ধারার নির্দিষ্টতম পদ
    • গুণোত্তর ধারার নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি *****
    • অনুশীলনী ১৩.১ : ৮, ১৫, ১৬, ২১, ২৩ (উদাহরণঃ ৩ ও ৫)
    • অনুশীলনী ১৩.২ : ৮, ৯, ১১, ১৫, ২৩

    অধ্যায়ঃ১৬ - পরিমিতি

    • ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল ****
    • চতুর্ভুজক্ষেত্রের ক্ষেত্রফল ****
    • সুষম বহুভুজের ক্ষেত্রফল **
    • বৃত্ত সংক্রান্ত পরিমাপ *****
    • আয়তাকার ঘনবস্তু **
    • ঘনক ***
    • বেলন *****
    • অনুশীলনী ১৬.১ : ৫, ৬
    • অনুশীলনী ১৬.২ : ৩, ৫, ১০, ১৩ (উদাহরণ ১৬ ও অন্যান্য)
    • অনুশীলনী ১৬.৩ : ২, ৫, ৬ (উদাহরণ ২৭)
    • অনুশীলনী ১৬.৪ : ১১, ১৯ (উদাহরণ ৩২ ও অন্যান্য)

    অধ্যায়ঃ১৭ - পরিসংখ্যান

    • উপাত্তের উপস্থাপন ****
    • চলক ***
    • উপাত্তের লেখচিত্র ****
    • কেন্দ্রীয় প্রবণতা ***
    • গড় *****
    • মধ্যক ****
    • প্রচুরক ***** 
    • অনুশীলনী ১৭ : ১০, ১২, ১৪, ১৫ (উদাহরণ ৪, ৬ ও ৭)

    প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অসংখ্য দোয়া ও শুভকামনা রইলো। আশা করি তোমাদের গণিত পরীক্ষা অনেক ভালো। শুনো এটি বোর্ড পরীক্ষা কোন ভেদাভেদ নাই তাই এসএসসি গণিত সাজেশন তোমার বন্ধুদের কাছে পৌঁছে দিও 💖। 

    শেয়ার
    আজকের সেরা খবর গতকালের সেরা খবর
    সবার আগে কমেন্ট করুন
    কমেন্ট করতে ক্লিক করুন
    comment url