(মার্কশীট সহ) এইচএসসির ফলাফল ২০২৪ দেখুন
এইচএসসি রেজাল্ট ২০২৪ আজকে (১৫ অক্টোবর) তারিখে প্রকাশিত হবে। যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা কিভাবে HSC Result 2024 MarkSheet দেখবেন তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন তা হলোঃ
এইচএসসি রেজাল্ট ২০২৪ কবে প্রকাশ হবে?
"এইচএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে" এই প্রশ্নটি অনেকেই করে থাকে। এইচএসসি পরীক্ষার আপডেট নিউজ ২০২৪ অনুসারে আজকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা। এদিন সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলাফল হস্তান্তর করবেন।
এইচএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট সম্পর্কে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। ফলাফল প্রকাশিত হওয়া মাত্র আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রদানের পদ্ধতি
শুরুতেই বলে নেই এইচএসসি রেজাল্ট কিভাবে দেওয়া হবে। তোমরা জানো যে, এবছর এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া এবছর সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবছর তোমরা সবাই নিজ নিজ গ্রুপের কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা দিয়েছো যেমনঃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রসায়ন, পদার্থবিজ্ঞান ও ৪র্থ বিষয়ের উপর পরীক্ষা দিয়েছে।
ফলে যে বাকি সাবজেক্টের নম্বর জেএসসি ও এসএসসি এর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দেওয়া হবে। JSC থেকে ২৫% ও SSC থেকে ৭৫% নম্বর যোগ হবে। আর ঐচ্ছিক বা ৪র্থ বিষয়ে জেএসসি এবং এসএসসিতে যা পেয়েছেন সেটির গড় করে যুক্ত করা হবে।
অনলাইনের মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৪ চেক করার নিয়ম
HSC Result 2024 খুব সহজেই অনলাইনে দেখা যাবে। এইচএসসি ফলাফল দেখার জন্য আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। তাছাড়া আমরা এইচএসসি মার্কশিট ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কেও আলোচনা করবো।
১. এইচএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমেই আপনাকে এই লিংকে ক্লিক করে যেতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশের পর নিচের ছবির মত অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে আপনাকে Examination অপশন থেকে কাঙ্ক্ষিত পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু এইচএসসি পরীক্ষার্থী তাই HSC সিলেক্ট করুন।
এরপর Year অপশন থেকে পরীক্ষার সাল নির্বাচন করবেন এবং Board অপশন থেকে আপনি যে শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করবেন। নিচে আমরা প্রতিটি শিক্ষা বোর্ডের শর্টকোড দিয়ে দিয়েছি যা এসএমএস পদ্ধতিতে কাজে লাগবে।
এখন আপনি Result Type অপশন থেকে Individual Result (যদি শুধুমাত্র নিজের ফলাফল দেখতে চান) সিলেক্ট করবেন। তবে বাকি অপশনগুলো কাজ সম্পর্কে বলে দিচ্ছি।
- Individual Result: একজন শিক্ষার্থীর নিজস্ব ফলাফল বিস্তারিত ভাবে জানার জন্য।
- Institution Result: একটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর বিস্তারিত ফলাফল জানার জন্য।
- Center Result: একটি পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা সকল পরীক্ষার্থীর ফলাফল জানার জন্য। উক্ত কেন্দ্রে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এর পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে সবার ফলাফল দেখা যাবে।
- District Result: একটি জেলার সকল পরীক্ষার্থীর ফলাফল দেখার জন্য।
- Institution Analytics: একটি প্রতিষ্ঠান ফলাফলের চিত্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ এর জন্য।
- Board Analytics: একটি শিক্ষা বোর্ডের ফলাফলের চিত্রভিত্তিক বিশ্লেষণের জন্য।
২. উপরে আমরা কমন অপশনগুলো নিয়ে কথা বলেছি। এখন দেখাবো আপনি HSC Individual Result কিভাবে বের করতে পারবেন। Result Type হিসেবে Individual Result সিলেক্ট করার পর আপনার সামনে Roll ও Registration নামে দুইটি অপশন চলে আসবে।
এখানে বলে রাখা ভালো রোল নম্বর দেওয়া বাধ্যতামূলক কিন্তু আপনি যদি প্রাপ্ত নম্বরসহ ফলাফল দেখতে চান সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। অন্যথায় আপনি শুধু গ্রেড পয়েন্ট দেখতে পাবেন আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
৩. এখন Get Result বাটনে ক্লিক করার পর আপনার বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। ফলাফলের উপরে এবং নিচে দুইটি বাটন পাবেন বাম পাশে Search Again এবং ডান পাশে Print লেখা থাকবে। Search Again বাটনে ক্লিক করলে আপনি বর্তমান উইন্ডো থেকে বের হয়ে যাবেন এবং পূর্বের উইন্ডোতে চলে যাবেন।অন্যদিকে প্রিন্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার ফলাফল প্রিন্ট করে রাখতে পারবেন।
উপরে আমরা চিত্রসহ যে ভাবে বুঝিয়েছি আশা করি এইচএসসি ফলাফল বের করতে আপনাদের কোন সমস্যা হবে না। এখানে আমরা পিসি বা ল্যাপটপ এর মাধ্যমে ফলাফল বের করার পদ্ধতি দেখেছি কিন্তু মোবাইল এর ক্ষেত্রেও একই পদ্ধতি। তাছাড়া পরবর্তীতে আপডেট পেতে আমাদের পোস্টটি বুকমার্ক করে রাখুন।
এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট এসএমএস এর মাধ্যমে ঘরে বসে চেক করা যাবে। নিজ নিজ শিক্ষাবোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যেকোনো মোবাইল অপারেটরের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।
তাছাড়া বর্তমানে Pre-Registration করে রাখা যায়। এটির মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পর আপনাকে ম্যাসেজ করে আপনার প্রাপ্ত ফলাফল জানিয়ে দিবে। আমরা দুইটি প্রক্রিয়া নিয়েই আলোচনা করবো।
এইচএসসি রেজাল্ট প্রি রেজিস্ট্রেশন
এইচএসসি রেজাল্ট প্রি রেজিস্ট্রেশন করলে ফলাফল প্রকাশিত হওয়া মাত্র আপনাকে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। আপনি যেকোনো মোবাইল অপারেটর থেকে প্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রি রেজিস্ট্রেশন করার পদ্ধতি হলোঃ
HSC <space> BOARD <space> ROLL <space> YEAR & Send it to 16222
Example: HSC DHA 123456 2024 & SEND TO 16222
General Board: HSC <space> FIRST 3 LETTERS OF BOARD Name <space> ROLL <space> YEAR & Send it to 16222
Example: HSC DHA 123456 2024 & Send it to 16222
Madrasah Board: HSC <space> FIRST 3 LETTERS OF BOARD Name <space> ROLL <space> YEAR & Send it to 16222
Example: HSC MAD 123456 2024 & Send it to 16222
Technical Board: HSC <space> FIRST 3 LETTERS OF BOARD Name <space> ROLL <space> YEAR & Send it to 16222
Example: HSC TEC 123456 2024 & Send it to 16222
এখানে এসএমএস প্রতি আপনার মোবাইল একাউন্ট থেকে ২.৫ টাকা (অপারেটরভেদে বেশি কম হতে পারে) হারে কেটে নেওয়া হবে। এই টাকা আপনার মূল ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। আপনি যদি এসএমএস প্যাকেজ কিনে থাকেন সেখান থেকে কাটা হবে না।
HSC Result SMS System 2024
মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম আর এইচএসসি রেজাল্ট প্রি রেজিস্ট্রেশন নিয়ম একই। ফলে আপনি যদি আমাদের উপরে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করেন তাহলে খুব সহজেই রেজাল্ট পেয়ে যাবেন। তাছাড়া আমরা আবারও মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম বলে দিচ্ছি।
এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট আপনার মোবাইল ফোন থেকে SMS পুশ পুলের মাধ্যমে চেক করতে পারবেন। শিক্ষা বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে, SMS এর মাধ্যমে রেজাল্ট চেক করা যাবে।
প্রতি বছরের মতো এবারেও সকল সিমে রয়েছে রেগুলার পুশ পুল SMS সার্ভিস। এটির জন্য আপনাকে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবেঃ HSC <space> FIRST 3 LETTERS OF BOARD Name <space> ROLL <space> YEAR & Send it to 16222.
নিচে সকল বোর্ডের শর্ট কোড দেওয়া আছে। সেটি দেখলে আপনারা কোন বোর্ডের শর্ট কোড কী তা জেনে যাবেন।
মার্কশীটসহ Hsc Result 2024 দেখার নিয়ম
এইচএসসি রেজাল্ট মার্কশিট কিভাবে দেখবেন তা অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার পদ্ধতি রাপে শেয়ার করা হয়েছে। আপনি যদি পূর্ণাঙ্গ মার্কশিট দেখতে চাই সে ক্ষেত্রে আপনাকে রোল নম্বরের সাথে রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে Get Result বাটনে চাপ দিতে হবে। তাছাড়া আপনি চাইলে মার্কশিট প্রিন্ট করে রাখতে পারেন।
তবে শিক্ষা বোর্ড কর্তৃক নম্বরসহ মার্কশীট প্রকাশিত না হলে রেজিস্ট্রেশন নম্বর দিলো আপনি মার্কশিট দেখতে পারবেন না। তবে এ বছর পূর্ণাঙ্গ নম্বরসহ মার্কশীট প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পোস্টটি বুকমার্ক করে রাখুন।
বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডের সংক্ষিপ্ত নাম দেখুন
এসএমএস পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট জানার জন্য আপনার বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শর্ট কোড এর প্রয়োজন হবে। চলুন সকল শিক্ষা বোর্ডের শর্ট কোড সম্পর্কে জেনে নেই।
- ঢাকা বোর্ড – DHA
- বরিশাল বোর্ড – BAR
- চট্টগ্রাম বোর্ড – CHI
- কুমিল্লা বোর্ড - COM
- যশোর বোর্ড - JES
- রাজশাহী বোর্ড – RAJ
- সিলেট বোর্ড - SYL
- দিনাজপুর বোর্ড – DIN
- ময়মনসিংহ বোর্ড – MYM
- মাদ্রাসা বোর্ড – MAD
- টেকনিক্যাল বোর্ড - TEC
ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪
ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি ফলাফল জানার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশের পর বামদিকে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনাকে নতুন একটি ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আপনি ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট জানতে পারবেন। তাছাড়া উপরে বর্ণিত পদ্ধতিতেও ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি ফলাফল জানা যাবে।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৪
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল সিম থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আপনার কাছে যদি টেলিটক প্রিপেইড সিম না থাকলে তবে আপনি দোকান থেকে কাজটি করাতে পারেন। টেলিটক সিমের মাধ্যমে যেভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেনঃ
- প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RSC <space> শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর <space> আবেদনকারীর এইচএসসি পরীক্ষার রোল নম্বর <space> যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান উক্ত সাবজেক্ট এর বিষয় কোড এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
- ফিরতি এসএমএসে বোর্ড চ্যালেঞ্জ এর ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে। আপনি যদি আবেদন করতে সম্মত থাকেন তাহলে পুনরায় মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনঃ RSC <space> YES <space> PIN Number <space> Contact Number এবং পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
- এখানে Contact Number হিসেবে আপনার নিজের নম্বর দিবেন। কারণ আপনার ফলাফল পরিবর্তিত হলে এই নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হবে। যদি আপনার নিজের টেলিটক প্রিপেইড সিম হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি উক্ত টেলিটক নম্বর দিতে পারেন। তাছাড়া এখানে যেকোন মোবাইল অপারেটরের নম্বর দেওয়া যাবে।
রেজাল্টের পর করণীয়
এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। ফলাফল যেমন হোক পরবর্তী ধাপের জন্য আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি চাইলে এখন আপাতত কারেন্ট এফেয়ার্স দেখতে পারেন। আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেখতে চান তারা একটা ধারণা নিতে পারবেন ঢাবি ভর্তি ফলাফল ও পদ্ধতি সম্পর্কে। এছাড়া কারো ফলাফল খারাপ হলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন। যেখানেই পড়েন না কেন পরিশ্রম করে সাফল্য ধরা দিতে বাধ্য।
এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন?
এইচএসসি ফলাফল দেখার ২টি পদ্ধতি আমরা শেয়ার করেছি। তাছাড়া আপনি চাইলে মোবাইল এপসের মাধ্যমে ফলাফল দেখতে পারেন। মোবাইল এপসের মাধ্যমে ফলাফল দেখতে চাইলে গুগল প্লে ষ্টোর থেকে আপনাকে বোর্ড রেজাল্ট সংক্রান্ত যেকোনো একটি এপস নামিয়ে নিতে হবে।
এরপর উক্ত এপসে গিয়ে আপনার বোর্ডের নাম, পরীক্ষার নাম, আপনার রেজাল্ট ধরণ, সাল, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে রেজাল্ট দেখে নিতে পারবেন। তাছাড়া এখানেও পূর্বের ন্যায় রেজাল্ট প্রিন্ট করে রাখার সুবিধা পাবেন। আশা করি এই তথ্যটি আপনাদেরকে কাজে দিবে।
এইচএসসি ফলাফল ২০২৪ ঢাকা বোর্ড
২০২০ সালে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পাশের হার ছিল প্রায় শতভাগ এবং জিপিএ ৫ অর্জন করেছে ৫৭,৯২৬ জন শিক্ষার্থী। যা আগের বছরের তুলনায় বেশি ছিল। তবে বলে রাখা ভালো ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীদের কে অটো পাস দেওয়া হয়েছিল।
রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪
বর্তমানে যে কোন বোর্ড পরীক্ষার ফলাফলে রাজশাহী বোর্ড ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। তাদের পাসের হার অন্যান্য বোর্ডের থেকে অনেক বেশী হয়ে থাকে। বিগত বছরের ব্যতিক্রম ছিল না। ২০২০ রাজশাহী বোর্ড থেকে মোট জিপিএ 5 পেয়েছে ২৬,৫৬৮ জন শিক্ষার্থী।
এইচএসসি রেজাল্ট কুমিল্লা বোর্ড ২০২৪
কুমিল্লা বোর্ডের ফলাফল সবসময় ভাল হয়ে থাকে। তবে কুমিল্লা বোর্ডের পরীক্ষার প্রশ্ন অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা কঠিন করা হয়। এরপরেও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা মোটামুটি ভালো রেজাল্ট করে থাকে। গতবছরের ব্যতিক্রম ছিল না। কুমিল্লা বোর্ড থেকে মোট জিপিএ ফাইভ পেয়েছে ৯,৩৬৮ জন পরীক্ষার্থী।
এইচএসসি রেজাল্ট যশোর বোর্ড ২০২৪
যশোর বোর্ডের ফলাফল সবসময় ভাল হয়ে থাকে। তবে যশোর বোর্ডের পরীক্ষার প্রশ্ন অন্যান্য বোর্ডের তুলনায় কিছুটা কঠিন করা হয়। এরপরেও যশোর বোর্ডের শিক্ষার্থীরা মোটামুটি ভালো রেজাল্ট করে থাকে। গতবছরে অটো পাশের সময়ও ব্যতিক্রম ছিল না। যশোর বোর্ড থেকে মোট জিপিএ ফাইভ পেয়েছে ১২,৮৯২ জন পরীক্ষার্থী।
এইচএসসি রেজাল্ট চট্টগ্রাম বোর্ড ২০২৪
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ফলাফল দেখার জন্য এই লিংকে ক্লিক করতে হবে। চট্টগ্রাম বোর্ডে গতবছর জিপিএ ফাইভ পেয়েছে ১২,১৪৩ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিক্ষা বোর্ড তবে রাজশাহী বোর্ডের তুলনায় চট্টগ্রাম বোর্ড রেজাল্ট আশানুরূপ হয় না।
এইচএসসি রেজাল্ট বরিশাল বোর্ড ২০২৪
পূর্বে বরিশাল শিক্ষা বোর্ডের রেজাল্ট ভালো থাকলেও বর্তমানে এই শিক্ষা বোর্ড আশানুরূপ ফল অর্জন করতে পারে না। তবে বিগত বছরে বরিশাল শিক্ষা বোর্ড থেকে মোট জিপিএ 5 অর্জন করেছে ৫,৫৬৮ জন শিক্ষার্থী। কিন্তু অন্যদের তুলনায় বরিশালে শিক্ষার হার বেশি।
এইচএসসি রেজাল্ট দিনাজপুর বোর্ড ২০২৪
দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে গত বছর মোট জিপিএ 5 অর্জন করেছে ১৪,৮৭১ জন শিক্ষার্থী। যা রাজশাহী শিক্ষা বোর্ডের পরে সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভ। দিনাজপুর বোর্ডের ফলাফলের হার বরাবরই ভাল হয়ে থাকে।
এইচএসসি রেজাল্ট ময়মনসিংহ বোর্ড ২০২৪
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সর্বাপেক্ষা নতুন। তবে গতবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে ১০ হাজার ৪০ জন পরীক্ষার্থীর জিপিএ 5 অর্জন করেছে। তাছাড়া ময়মনসিংহ বোর্ডের পাশের হার সন্তোষজনক। আশা করি নতুন হলেও ময়মনসিংহ বোর্ড তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।
এইচএসসি রেজাল্ট সিলেট বোর্ড ২০২৪
সিলেট শিক্ষাবোর্ড সবসময় পাসের হার এবং জিপিএ ফাইভ এর দিক থেকে অন্যান্য বোর্ডের চাইতে পিছিয়ে থাকে। গত বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট জিপিএ 5 অর্জন করেছে ৪,২৪২ জন শিক্ষার্থী। যা অন্যান্য শিক্ষা বোর্ডের তুলনায় খুবই কম।
এইচএসসি রেজাল্ট মাদ্রাসা বোর্ড ২০২৪
মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিগত বছর মোট জিপিএ 5 অর্জন করেছে ৪,০৪৮ জন শিক্ষার্থী। গতবছর মাদ্রাসা বোর্ড থেকে মোট পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের পাসের ও জিপিএ ফাইভের হার প্রতিবছর বাড়ছে।
এইচএসসি রেজাল্ট কারিগরি বোর্ড ২০২৪
কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিগত বছর মোট জিপিএ 5 অর্জন করেছে ৪,১৪৫ জন শিক্ষার্থী। গতবছর কারিগরি বোর্ড থেকে মোট পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার পরীক্ষার্থী। কারিগরি বোর্ডে শিক্ষার্থীর সংখ্যা ইদানিং বাড়ছে যা ইতিবাচক।