মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা

এইচএসসি | জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বহুনির্বাচনি প্রশ্ন (HSC Biology 2nd Paper MCQ)

বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য জীববিজ্ঞান ২য় পত্রের "চলন ও অঙ্গচালনা" অধ্যায় বোর্ড পরীক্ষা ও মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্নের সমন্বয়ে এই কনটেন্টটি সাজানো হয়েছে। জীববিজ্ঞান ২য় পত্রের ড. আবুল হাসান স্যারের বইয়ের সহায়তা নেওয়া হয়েছে। বহুনির্বাচনী প্রশ্নগুলো ড. আবুল হাসান স্যারের বইয়ে খুব সুন্দর করে সাজানো আছে।

মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা, HSC biology 2nd paper, জীববিজ্ঞান ২য় পত্র, জীববিজ্ঞান এমসিকিউ, biology mcq

১। দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে কোন তরুণাস্থি পাওয়া যায়? [ঢা. বো. ১৯]

(ক) হায়ালিন
(খ) শ্বেত তন্তুময়
(গ) স্থিতিস্থাপক
(ঘ) চুনময়
সঠিক উত্তর: (খ) শ্বেত তন্তুময়

২। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [চ. বো. ১৯]

(ক) প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান
(খ) ইন্টারক্যালটেড ডিস্ক থাকে
(গ) পেশি তন্তু মাকু আকৃতির
(ঘ) চোখ ও জিহ্বায় বিদ্যমান
সঠিক উত্তর: (গ) পেশি তন্তু মাকু আকৃতির

৩। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গলা, দাঁত ও মাথায় ব্যথা হয়? [চ. বো. ১৯]

(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি 
(গ) এথময়েড
(ঘ) স্ফেনয়েড
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি

৪। কোনটি মানুষের টার্সাল অস্থি? [চ. বো. ১৯]

(ক) ট্যালাস
(খ) ট্রাপেজিয়াম
(গ) ট্রাপেজয়েড
(ঘ) ট্রাইকুয়েট্রাল
সঠিক উত্তর: (ক) ট্যালাস

৫। ১ম শ্রেণির লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? [কু. বো. ১৯]

(ক) বল - ভার - ফ্যালক্রাম
(খ) ফ্যালক্রাম - বল - ভার
(গ) ভার - ফ্যালক্রাম - বল
(ঘ) ভার - বল - ফ্যালক্রাম
সঠিক উত্তর: (গ) ভার - ফ্যালক্রাম - বল

৬। নিম্নের কোনটি ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোড়? [কু. বো. ১৯]

(ক) পেকটোলারিস মেজর
(খ) ইরেকটাস স্পাইনী
(গ) বাইসেপস ফিমোরিস
(ঘ) সোলিয়াস মাসলস
সঠিক উত্তর: (ক) পেকটোলারিস মেজর

৭। মানুষের করোটিকার অস্থি কোনটি? [ব. বো. ১৯]

(ক) স্ফেনয়েড
(খ) জাইগোম্যাটিক
(গ) ভোমার
(ঘ) প্যালাটাইন
সঠিক উত্তর: (ক) স্ফেনয়েড

৮। স্বচ্ছ তরুণাস্থি কোথায় পাওয়া যায়? [ব. বো. ১৯]

(ক) স্বরযন্ত্র
(খ) বহিঃকর্ণ
(গ) আলজিহ্বা
(ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (ক) স্বরযন্ত্র

৯। বক্ষদেশীয় কশেরুকা কয়টি? [দি. বো. ১৯]

(ক) ৫
(খ) ৭ 
(গ) ১২
(ঘ) ১৪
সঠিক উত্তর: (গ) ১২

১০। মানবদেহে অস্থির সংখ্যা কত? [য. বো. ১৯]

(ক) ১০৬
(খ) ১২৬
(গ) ২০৬
(ঘ) ২২৬
সঠিক উত্তর: (গ) ২০৬
১১। কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়? [য. বো. ১৯]
(ক) অনৈচ্ছিক
(খ) কার্ডিয়াক
(গ) রৈখিক
(ঘ) সেরেবেলাম
সঠিক উত্তর: (খ) কার্ডিয়াক
১২। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? [রা. বো. ১৯]
(ক) ডেল্টয়েডরিজ
(খ) ক্ল্যাভিকল
(গ) ট্রোক্যান্টার
(ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার
১৩। ফিমারের বৈশিষ্ট্য কোনটি? [সি. বো. ১৯]
(ক) ডেল্টয়েডরিজ
(খ) ক্ল্যাভিকল
(গ) ট্রোক্যান্টার
(ঘ) ট্রকলিয়া
সঠিক উত্তর: (গ) ট্রোক্যান্টার
১৪। গ্লেনয়েড গহ্বর কোথায় পাওয়া যায়? [মা. বো. ১৯]
(ক) ইলিয়ামে
(খ) ইশ্চিয়ামে
(গ) স্ক্যাপুলায়
(ঘ) ক্ল্যাভিকলে
সঠিক উত্তর: (গ) স্ক্যাপুলায়
১৫। ইটালিক ‘f’-এর মতো বাঁকা অস্থি কোনটি? [মা. বো. ১৯]
(ক) স্ক্যাপুলা
(খ) ইলিয়াম
(গ) ক্ল্যাভিকল
(ঘ) ইশ্চিয়াম
সঠিক উত্তর: (গ) ক্ল্যাভিকল
১৬ এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? (সকল বোর্ড - ২০১৮)
(ক) উদর দেশীয়
(খ) গ্রীবাদেশীয়
(গ) বক্ষদেশীয়
(ঘ) শ্রোণিদেশীয়
সঠিক উত্তর: (খ) গ্রীবাদেশীয়
১৭। কোনটি করোটিকার জোড় অস্থি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) স্ফেনয়েড
(খ) অক্সিপিটাল
(গ) ফ্রন্টাল
(ঘ) প্যারাইটাল
সঠিক উত্তর: (ঘ) প্যারাইটাল
১৮। মানুষের মুখমণ্ডলীয় অস্থি সংখ্যা কয়টি? (সকল বোর্ড - ২০১৮)
(ক) ০৮
(খ) ১২
(গ) ১৪
(ঘ) ৩৩
সঠিক উত্তর: (গ) ১৪
১৯। নিচের কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চলৎশক্তিহীন হয়ে যেতে পারে? (সকল বোর্ড - ২০১৮)
(ক) এক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
(খ) মাসকুলার ডিসট্রফি
(গ) মায়োপিয়া
(ঘ) হিমোফিলিয়া
সঠিক উত্তর: (খ) মাসকুলার ডিসট্রফি
২০। মাববদেহের কোন অস্থিতে “ডেল্টায়েজ রিজ” বিদ্যমান? (আলীম পরীক্ষা ২০১৮)
(ক) হিউমেরাস
(খ) ফিমার
(গ) স্টার্নাম
(ঘ) রেডিয়াস
সঠিক উত্তর: (ক) হিউমেরাস

মানব শারীরতত্ত্বঃ চলন ও অঙ্গচালনা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ

করোটিকা, মুখমণ্ডলীয়, কার্পাল, টার্সাল অস্থিসমূহের নাম ও সংখ্যা
অস্থিসন্ধি, তরুণাস্থির প্রকারভেদ ও উদাহরণ
৩ ধরণের পেশির পার্থক্য
২১। মানবদেহে অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা কতটি? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) ৫০
(খ) ৬০
(গ) ৭০
(ঘ) ৮০
সঠিক উত্তর: (ঘ) ৮০
২২। চুনময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? (ঢাকা বোর্ড-২০১৭)
(ক) পিনা
(খ) শ্বাসনালি
(গ) হিউমেরাস ও ফিমারের মস্তক
(ঘ) ইউস্টেশিয়ান নালি
সঠিক উত্তর: (গ) হিউমেরাস ও ফিমারের মস্তক
২৩। থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি? (চট্টগ্রাম বোর্ড-২০১৭)
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১২টি
সঠিক উত্তর: (ঘ) ১২টি
২৪। কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) স্যাক্রাম
(খ) ভার্টিব্রা প্রমিন্যান্স
(গ) অ্যাটলাস
(ঘ) অ্যাক্সিস
সঠিক উত্তর: (ক) স্যাক্রাম
২৫। ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? (কুমিল্লা বোর্ড-২০১৭)
(ক) গ্লেনয়েড গহ্বর
(খ) অ্যাসিটাবুলাম
(গ) অবটুরেটর ফোরামেন
(ঘ) ইন্টারকন্ডাইলার নচ
সঠিক উত্তর: (খ) অ্যাসিটাবুলাম 
২৬। মানুষের উপাঙ্গীয় কংকালে অস্থির সংখ্যা কতটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) ১২৪
(খ) ১২৫
(গ) ১২৬
(ঘ) ১২৭
সঠিক উত্তর: (গ) ১২৬
২৭। দীর্ঘ যষ্টির মত দেখতে নিচের কোনটি? (দিনাজপুর বোর্ড-২০১৭)
(ক) টিবিয়া
(খ) ফিবুলা
(গ) ফিমার
(ঘ) হিউমেরাস
সঠিক উত্তর: (গ) ফিমার
২৮। শ্বাসনালি ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? (যশোর বোর্ড-২০১৭)
(ক) হায়ালিন
(খ) পীত তন্তুময়
(গ) শ্বেত তন্তুময়
(ঘ) চুনময়
সঠিক উত্তর: (ক) হায়ালিন
২৯। মানুষের করোটির অস্থির সংখ্যা কতটি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) ২৯
(খ) ৩০
(গ) ৩১
(ঘ) ৩৩
সঠিক উত্তর: (ক) ২৯
৩০। হায়ালাইন তরুণাস্থি কোনটি? (রাজশাহী বোর্ড-২০১৭)
(ক) কর্ণছত্র
(খ) আলজিহ্বা
(গ) শ্বাসনালি
(ঘ) ফিমারের মস্তক
সঠিক উত্তর: (গ) শ্বাসনালি
৩১। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেসের সংখ্যা কয়টি? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) ১০
(খ) ১৩
(গ) ১৪
(ঘ) ১৫
সঠিক উত্তর: (গ) ১৪
৩২। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণীকে কি বলে? (সিলেট বোর্ড-২০১৭)
(ক) প্লাজমালেমা
(খ) মায়োসিন
(গ) সারকোলেমা
(ঘ) মায়োফাইব্রিল
সঠিক উত্তর: (গ) সারকোলেমা
৩৩। টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) দুটি হাড়কে যুক্ত করে
(খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে
(গ) পেশি ও টেন্ডনের প্রকৃতি ভিন্ন
(ঘ) অঙ্গ সঞ্চালনে এর কোনো ভূমিকা নেই
সঠিক উত্তর: (খ) পেশিকে অস্থির সাথে যুক্ত করে
৩৪। কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার? (ঢাকা বোর্ড-২০১৬)
(ক) মাথার খুলি ও এটলাস সন্ধি
(খ) পায়ের পাতার গোড়ালি
(গ) কনুই সন্ধি
(ঘ) হাঁটু সন্ধি
সঠিক উত্তর: (খ) পায়ের পাতার গোড়ালি
৩৫। মানব দু’চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কী? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ম্যাক্সিলারি
(খ) ফ্রন্টাল
(গ) স্ফেনয়েড
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড
৩৬। মানুষের গ্রীবা দেশীয় কশেরুকা কয়টি? (রাজশাহী বোর্ড-২০১৬)
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৭টি
(ঘ) ১২টি
সঠিক উত্তর: (গ) ৭টি
৩৭। ‘জিফয়েড প্রসেস’ কোথায় অবস্থিত? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) স্ক্যাপুলা
(খ) স্যাক্রাম
(গ) স্টার্নাম
(ঘ) অ্যাটলাস
সঠিক উত্তর: (গ) স্টার্নাম
৩৮। কোনটি প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুল সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুল সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাস সঞ্চালন
৩৯। সুষুম্নাকাণ্ডকে সুরক্ষিত রাখে কোনটি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) বক্ষ অস্থিচক্র
(খ) মেরুদণ্ড
(গ) বক্ষপিঞ্জর
(ঘ) করোটি
সঠিক উত্তর: (খ) মেরুদণ্ড 
৪০। কোনটি করোটিকার অস্থি? (কুমিল্লা বোর্ড-২০১৬)
(ক) প্যারাইটাল
(খ) প্যালেটাইন
(গ) জাইগোম্যাটিক
(ঘ) ল্যাক্রিমাল
সঠিক উত্তর: (ক) প্যারাইটাল
৪১। মানবদেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) হিউমেরাস
(খ) ফিমার
(গ) স্টার্নাম
(ঘ) টিবিয়া
সঠিক উত্তর: (খ) ফিমার
৪২। ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) মাকু আকৃতির
(খ) নিউক্লিয়াস অসংখ্য
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক বিদ্যমান
(ঘ) অনুপ্রস্থ রেখা থাকে না
সঠিক উত্তর: (খ) নিউক্লিয়াস অসংখ্য
৪৩। বক্ষ অস্থিচক্রের অস্থি হলো- (চট্টগ্রাম বোর্ড-২০১৬)
(ক) স্টার্নাম
(খ) ইশ্চিয়াম
(গ) পর্শুকা
(ঘ) ক্লাভিকল
সঠিক উত্তর: (ঘ) ক্লাভিকল
৪৪। মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি? (সিলেট বোর্ড-২০১৬)
(ক) অ্যাকটিন ও জিলেটিন
(খ) মায়োসিন ও ইলাস্টিন
(গ) কোলাজেন ও মায়োসিন
(ঘ) মায়োসিন ও অ্যাকটিন
সঠিক উত্তর: (ঘ) মায়োসিন ও অ্যাকটিন
৪৫। প্যাটেলা অস্থিটি হলো- (যশোর বোর্ড-২০১৬)
(ক) মেরুদণ্ডের
(খ) করোটির
(গ) অগ্রপদের
(ঘ) পশ্চাদ পদের
সঠিক উত্তর: (ঘ) পশ্চাদ পদের
৪৬ । প্রথম শ্রেণির লিভারের মত কাজ করে কোনটি? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) কনুই সন্ধির সঞ্চালন
(খ) হাতের আঙ্গুলের সঞ্চালন
(গ) পায়ের আঙ্গুলের সঞ্চালন
(ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন
সঠিক উত্তর: (ঘ) করোটি ও অ্যাটলাসের সঞ্চালন
৪৭। কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে বা মাথায় ব্যথা হয়? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) ফ্রন্টাল 
(খ) এথময়ডাল
(গ) ম্যাক্সিলারী 
(ঘ) স্ফেনয়ডাল
সঠিক উত্তর: (গ) ম্যাক্সিলারী
৪৮। কোন সাইনাসের প্রদাহের কারণে গালে, দাঁতে ও মাথায় ব্যথা হয়? (দিনাজপুর বোর্ড-২০১৬)
(ক) ফ্রন্টাল
(খ) ম্যাক্সিলারি
(গ) এথময়ডাল
(ঘ) স্ফেনয়েডাল
সঠিক উত্তর: (খ) ম্যাক্সিলারি
৪৯। ‘জিফয়েড প্রসেস’ কোথায় অবস্থিত? (বরিশাল বোর্ড-২০১৬)
(ক) স্ক্যাপুলা
(খ) স্যাক্রাম
(গ) স্টার্নাম
(ঘ) অ্যাটলাস
সঠিক উত্তর: (গ) স্টার্নাম
৫০। বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা কয়টি? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ২১টি 
(খ) ২৫টি 
(গ) ৩১টি 
(ঘ) ৩৫টি
সঠিক উত্তর: (খ) ২৫টি
৫১। দুই চোখের মধ্যবর্তী স্থানে অবস্থিত সাইনাসের নাম কী? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) ম্যাক্সিলারি সাইনাস 
(খ) ফ্রন্টাল সাইনাস 
(গ) এথময়ডাল সাইনাস 
(ঘ) স্ফেনয়ডাল সাইনাস
সঠিক উত্তর: (গ) এথময়ডাল সাইনাস
৫২। শ্বাসনালিতে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? (ঢাকা বোর্ড-২০১৫)
(ক) পীততন্তুময় 
(খ) হায়ালিন 
(গ) শ্বেততন্তুময় 
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (খ) হায়ালিন 
৫৩। মানব কঙ্কালতন্ত্রে তৃতীয় শ্রেণির লিভার কোন অঙ্গে কার্যকরী? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) হাতের কনুই সঞ্চালনে
(খ) পায়ের গোড়ালি সঞ্চালনে
(গ) মানুষের মাথা সঞ্চালনে
(ঘ) মানুষের কোমর সঞ্চালনে
সঠিক উত্তর: (ক) হাতের কনুই সঞ্চালনে
৫৪। করোটিকার অংশ কোনটি? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) ম্যাক্সিলা
(খ) জাইগোথেটিক (প্রসেস)
(গ ন্যাসাল
(ঘ) এথময়েড
সঠিক উত্তর: (ঘ) এথময়েড
৫৫। হৃৎপেশীর সংকোচনে কোন উপাদানটি কাজ করে? (চট্টগ্রাম বোর্ড-২০১৫)
(ক) পেরিমাইসিয়াম
(খ) মায়োফাইব্রিল
(গ) ইন্টারক্যালেটেড ডিস্ক
(ঘ) সারকোলেমা
সঠিক উত্তর: (গ) ইন্টারক্যালেটেড ডিস্ক
৫৬। মানবদেহে গ্লিনয়েড গহ্বর কোথায় থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) অগ্রপদে 
(খ) পশ্চাৎপদে
(গ) বক্ষাস্থি চক্রে 
(ঘ) শ্রোণীচক্রে
সঠিক উত্তর: (গ) বক্ষাস্থি চক্রে
৫৭। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে? (দিনাজপুর বোর্ড-২০১৫)
(ক) হায়ালিন 
(খ) পীত তন্তুময়
(গ) শ্বেত তন্তুময় 
(ঘ) ক্যালসিফাইড
সঠিক উত্তর: (ঘ) ক্যালসিফাইড
৫৮। পেশি কোষের আবরণীকে কী বলা হয়? (কুমিল্লা বোর্ড-২০১৫)
(ক) সারকোলেমা
(খ) মায়োব্লাস্ট
(গ) মায়োফাইব্রিল
(ঘ) পেশি তন্ত্র
সঠিক উত্তর: (ক) সারকোলেমা
৫৯। মানুষের বক্ষপিঞ্জরে অস্থির সংখ্যা কয়টি? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) ২৪ 
(খ) ২৫
(গ) ৩৩ 
(ঘ) ৬০
সঠিক উত্তর: (খ) ২৫
৬০। ঐচ্ছিক পেশী পাওয়া যায় কোথায়? (সিলেট বোর্ড-২০১৫)
(ক) জিহ্বায় 
(খ) হৃৎপিণ্ডে
(গ) পাকস্থলীতে 
(ঘ) জরায়ুতে
সঠিক উত্তর: (ক) জিহ্বায়
৬১। পেশিকলার আবরণ কোনটি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) নিউরোলেমা 
(খ) সারকোলেমা
(গ) প্লাজমালেমা 
(ঘ) পেরিটোনিয়াম
সঠিক উত্তর: (খ) সারকোলেমা
৬২। হিউমেরাসের মস্তকে পাওয়া যায় কোন ধরনের তরুণাস্থি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) শ্বেত-তন্তুময় 
(খ) ক্যালসিফাইড
(গ) হায়ালিন 
(ঘ) পীত-তন্তুময়
সঠিক উত্তর: (খ) ক্যালসিফাইড
৬৩। নিচের কোনটি করোটিকার অস্থি? (যশোর বোর্ড-২০১৫)
(ক) প্যালেটাইন 
(খ) ল্যাক্রিমাল
(গ) প্যারাইটাল 
(ঘ) ভোমার
সঠিক উত্তর: (গ) প্যারাইটাল
৬৪। মানুষের বক্ষদেশীয় অঞ্চলে কশেরুকা কয়টি? (বরিশাল বোর্ড-২০১৫)
(ক) ৪ 
(খ) ৫
(গ) ৭ 
(ঘ) ১২
সঠিক উত্তর: (ঘ) ১২
৬৫। হিউমেরাস কোথায় থাকে?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষপিঞ্জরে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর: (ক) হাতে
৬৬। ফিমার কোথায় পাওয়া যায়?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষপিঞ্জরে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর: (খ) পায়ে; ফিমার মানবদেহের সবচেয়ে বড় অস্থি। 
৬৭। মানুষের মেরুদণ্ডে মোট কয়টি অস্থি রয়েছে?
(ক) ২৬টি
(খ) ৪৩টি
(গ) ৫৩টি
(ঘ) ৩৩টি
সঠিক উত্তর: (ঘ) ২৬টি; কশেরুকা থাকলে ৩৩টি সঠিক উত্তর হবে। 
৬৮। বক্ষপিঞ্জরে মোট কয়টি অস্থি রয়েছে?
(ক) ৩৫টি
(খ) ২৫টি
(গ) ১৫টি
(ঘ) ৪টি
সঠিক উত্তর: (খ) ২৫টি
৬৯। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে?
(ক) হাতে
(খ) পায়ে
(গ) বক্ষ অস্থিচক্রে
(ঘ) শ্রোণিচক্রে
সঠিক উত্তর: (গ) বক্ষ অস্থিচক্রে
৭০। স্ক্যাপুলা কোথায় থাকে?
(ক) বক্ষ অস্থিচক্র
(খ) করোটি
(গ) শ্রোণিচক্র
(ঘ) বক্ষপিঞ্জর
সঠিক উত্তর: (ক) বক্ষ অস্থিচক্র
৭১। মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কত?
(ক) ৩০৬
(খ) ২০৬
(গ) ২৬০
(ঘ) ৩৬০
সঠিক উত্তর: (খ) ২০৬ 
৭২। মানুষের পায়ে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৬০
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৩৬
সঠিক উত্তর: (ক) ৬০
৭৩। মানুষের হাতে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৩৬
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৬০
সঠিক উত্তর: (ঘ) ৬০ 
৭৪। মানুষের বক্ষ অস্থিচক্রে মোট কয়টি অস্থি থাকে?
(ক) ৬
(খ) ৬
(গ) ৪
(ঘ) ৮
সঠিক উত্তর: (গ) ৪ 

(খ) বহুপদি সমাপ্তিসূচক প্রশ্ন

১। সাইনুসাইটিসে আক্রান্ত সাইনাসগুলো- (ঢা. বো. ১৯)
i. ম্যাক্সিলারি
ii. এথময়েড
iii. স্ফেনয়েড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ) i, ii ও iii
২। শ্রেণিচক্রের অংশ- (সকল বোর্ড - ২০১৮)
i. Ileum ii. Pubis iii. Ischium
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ) ii ও iii
৩। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫)
i. সেন্ট্রাম মাঝারী ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৪। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য হল- (যশোর বোর্ড-২০১৫)
i. সেন্ট্রাম মাঝারী ও হৃৎপিণ্ড আকৃতির
ii. ভার্টিব্রাল ফোরামেন বড় ও ত্রিকোণা
iii. স্পাইনাস প্রসেস লম্বা ও সরু
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ) i ও iii
৫। মানুষের সবচেয়ে বড় ও ছোট অস্থি হলো- (রাজশাহী বোর্ড-২০১৫)
i. ফিমার
ii. স্টেপিস
iii. হিউমেরাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) ii ও iii
(গ) i ও iii
(ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)  i ও ii

(গ) অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও
মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা, HSC biology 2nd paper, জীববিজ্ঞান ২য় পত্র, জীববিজ্ঞান এমসিকিউ, biology mcq
১। প্রথম শ্রেণির লিভার কোনটি?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর: (ক) A
২। কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
(ক) A
(খ) B
(গ) C
(ঘ) A ও B
সঠিক উত্তর: (গ) C
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাওঃ (কুমিল্লা বোর্ড-২০১৫)
মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা, HSC biology 2nd paper, জীববিজ্ঞান ২য় পত্র, জীববিজ্ঞান এমসিকিউ, biology mcq
৩। উদ্দীপকে ‘A’ চিহ্নিত অংশের নাম কী?
(ক) ইলিয়াম
(খ) পিউবিস
(গ) অ্যাসিটাবুলাম
(ঘ) ইশ্চিয়াম
সঠিক উত্তর: (গ) অ্যাসিটাবুলাম
৪। উদ্দীপকে ‘A’ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ?
(ক) ফিমার যুক্ত থাকে
(খ) হিউমেরাস যুক্ত থাকে
(গ) টিবিওফিবুলা যুক্ত থাকে
(ঘ) স্ক্যাপুলা যুক্ত থাকে
সঠিক উত্তর: (ক) ফিমার যুক্ত থাকে

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন

১। কোনটি হাড়ের সাথে পেশীকে যুক্ত করে? (মেডিকেলঃ ২১-২২)
(ক) Synovium
(খ) Myofibril
(গ) Ligament  
(ঘ) Tendon
সঠিক উত্তর: (ঘ) Tendon
২। মাথার খুলিতে কয়টি হাড় আছে? (মেডিকেলঃ ২১-২২)
(ক) 33 
(খ) 23
(গ) 17 
(ঘ) 29
সঠিক উত্তর: (ঘ) 29
৩। নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ? (মেডিকেলঃ ১৮-১৯) 
(ক) শ্রোণি অস্থিচক্র
(খ) বক্ষ অস্থিচক্র 
(গ) করোটি
(ঘ) ফিমার 
সঠিক উত্তর: (গ) করোটি
৪। কোনটি মানুষের মুখমণ্ডলীয় অস্থি নয়? (মেডিকেলঃ ১৮-১৯) 
(ক) ন্যাসাল অস্থি 
(খ) ম্যাক্সিলা অস্থি 
(গ) এথময়েড অস্থি 
(ঘ) ম্যান্ডিবল অস্থি 
সঠিক উত্তর: (গ) এথময়েড অস্থি 
৫। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায় না? (ডেন্টালঃ ১৮-১৯) 
(ক) বহিঃকর্ণ
(খ) অন্তঃকর্ণ 
(গ) ইউস্টেশিয়ান নালি 
(ঘ) উপজিহ্বা
সঠিক উত্তর: (খ) অন্তঃকর্ণ
৬। মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়? (মেডিকেলঃ ১৬-১৭)
(ক) অক্সিপিটাল 
(খ) ফ্রন্টাল
(গ) প্যারাইটাল 
(ঘ) টেমপোরাল
সঠিক উত্তর: (খ) ফ্রন্টাল
৭। মানুষের কব্জিতে হাড়ের সংখ্যা কতটি? (মেডিকেলঃ ১৬-১৭) 
(ক) ৫টি 
(খ) ৮টি 
(গ) ৭টি 
(ঘ) ১০টি
সঠিক উত্তর: (খ) ৮টি
৮। সিসাময়েড অস্থি কোনটি? (মেডিকেলঃ ১৬-১৭)
(ক) পর্শুকা
(খ) প্যাটেলা
(গ) কিউবয়েড
(ঘ) টিবিয়া 
সঠিক উত্তর: (খ) প্যাটেলা
৯। ঐচ্ছিক পেশি নিচের কোনটির দ্বারা অস্থির সাথে সংযুক্ত থাকে? (মেডিকেলঃ ১৮-১৯)
(ক) পেরিঅস্টিয়াম
(খ) লিগামেন্ট 
(গ) টেন্ডন 
(ঘ) পেরিমাইসিয়াম
সঠিক উত্তর: (গ) টেন্ডন 
১০। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরণের পেশির বৈশিষ্ট্য? (ডেন্টালঃ ১৭-১৮) 
(ক) ঐচ্ছিক পেশি 
(খ) হৃদপেশি 
(গ) মসৃণ পেশি 
(ঘ) রৈখিক পেশি 
সঠিক উত্তর: (খ) হৃদপেশি
শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
1 জন মতামত দিয়েছেন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
  • Unknown
    Unknown ২২ অক্টোবর

    Ami valo upokrito holam