সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরঃ সপ্তাহের সাধারণ জ্ঞান

ইংরেজি থেকে আরবি অ্যান্ড বাংলা সাল বের করার উপায় 

  • যেকোনো English সাল থেকে 593 বিয়োগ করলে বাংলা সাল পাওয়া যায়।
    • যেমন আহমদ ছফার জন্ম ইংরেজি 1943 সালে তাহলে তাঁর বাংলা জন্ম সাল (1943-593) = ১৩০৫ সালে।
  • অনুরূপভাবে বাংলা সালের সাথে 593 যোগ করলে English সাল পাওয়া যায়
  • আবার English বছর থেকে 578 বিয়োগ করলে আরবি সাল পাওয়া যায়।একইভাবে আরবি সালের সাথে 578 যোগ করলে English সাল পাওয়া যায়। 

সাধারণ জ্ঞান,

বাংলাদেশের যে সকল জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই  

  • খুলনা বিভাগ
    • সূত্রঃ মাগুর মাছ সাত বার নড়া দিয়ে মেহেরপুর চলে গেল।
  • বিশ্লেষণঃ 
    • মাগুর > মাগুরা
    • সাত > সাতক্ষীরা
    • নড়া > নড়াইল
    • মেহেরপুর।
  • বরিশাল বিভাগ 
    • সূত্রঃ পপির বর ভুলে ঝাল বরি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে।
  • বিশ্লেষণঃ 
    • প > পটুয়াখালী
    • পি > পিরোজপুর
    • বর > বরগুনা
    • ভুলে > ভোলা
    • ঝাল > ঝালকাঠি
    • বরি > বরিশাল
    • বি. দ্র. বরিশাল বিভাগে কোনো রেলপথ নেই। 
  • ঢাকা বিভাগঃ
    • সূত্রঃ মামু মা শেশ হয়ে গেছে।
  • বিশ্লেষণঃ
    • মা > মানিকগঞ্জ
    • মু > মুন্সীগঞ্জ
    • মা > মাদারীপুর
    • শে > শেরপুর
    • শ > শরীয়তপুর
    • বি. দ্র. শেরপুর বর্তমানে ময়মনসিংহ বিভাগে
  • চট্টগ্রাম বিভাগঃ 
    • সূত্রঃ পার্বত্য চট্টগ্রামে কল নাই।
  • বিশ্লেষণঃ
    • পার্বত্য চট্টগ্রাম > বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি
    • ক > কক্সবাজার
    • ল > লক্ষ্মীপুর
  • সিলেট বিভাগঃ 
    • শুধু মাত্র সুনামগঞ্জ জেলায় রেলপথ নাই।

বাংলাদেশ বিষয়াবলি

  • বাংলাদেশের সরকারি নাম হলো - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
  • বাংলাদেশের সরকার পদ্ধতি - সংসদীয় পদ্ধতির সরকার
  • মোট সীমা - ৫,১৩৮ কি. মি. 
  • সীমান্তবর্তী দেশ - ২টি (ভারত ও মিয়ানমার)
  • আয়তন - ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. বা ৫৬৯৭৭ বর্গমাইল 
  • কেন্দ্রীয় ব্যাংক - বাংলাদেশ ব্যাংক
  • সমুদ্রবন্দর - ২টি, স্থলবন্দর - ২৩টি, বিমানবন্দর - ৩টি
  • বাংলাদেশের জেলা - ৬৪টি, উপজেলা - ৪৯১টি, পৌরসভা - ৩২৭টি, ইউনিয়ন - ৪,৫৬২টি, প্রশাসনিক থানা - ৬৩৯টি, রেলওয়ে থানা - ২৪টি, নৌ থানা - ২টি, সিটি কর্পোরেশন - ১১টি, গ্রাম - ৮৭,১৯১টি, বিভাগ - ৮টি। 

বাংলাদেশের ভূ-প্রকৃতি

  • বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে - কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার বা ৯০০ পূর্ব দ্রাঘিমা রেখা
  • ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাতটি - বঙ্গোপসাগরে
  • বরেন্দ্রভূমি বলা হয় - রাজশাহীর উত্তর-পশ্চিমাঞ্চলকে
  • বাংলাদেশের Dhaka এর প্রতিপাদ স্থান কোথায় রয়েছে - Chile এর কাছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় 
  • বেঙ্গল ফ্যান কী?- বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত
  • বাংলাদেশে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে যে নামে পরিচিত - ঢিবি
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের পাহাড়গুলো যে নামে পরিচিত - টিলা
  • যে ভূমি রূপটি বাংলাদেশে দেখা যায় না - মালভূমি  

বাংলাদেশের অবস্থান

  • বাংলাদেশের উত্তরের অবস্থানঃ 
    • সূত্রঃ পতে বাংলা জায় বাংলা
  • বিশ্লেষণঃ 
    • প > পঞ্চগড়, 
    • তে > তেতুলিয়া, 
    • বাংলা > বাংলাবান্ধা, 
    • জায় > জায়গীরজোত, 
    • বাংলা > বাংলাবান্ধা
  •  বাংলাদেশের দক্ষিণের অবস্থান :
    •  সূত্রঃ কটে সেকছে

  • বিশ্লেষণঃ 
    •  ক > কক্সবাজার, 
    • টে > টেকনাফ, 
    • সে > সেন্টমার্টিন, 
    • ক > কলাপাড়া, 
    • ছে > ছেড়াদ্বীপ
  • বাংলাদেশের পূর্বের অবস্থান :
    • সূত্রঃ বাথাআ
  • বিশ্লেষণঃ  
    • বা > বান্দরবান, 
    • থা > থানচি, 
    • আ > আখাইনঠং
  •  বাংলাদেশের পশ্চিমের অবস্থান :
    • সূত্রঃ চাশিম
  • বিশ্লেষণঃ 
    • চা > চাপাইনবাবগঞ্জ, 
    • শি > শিবগঞ্জ, 
    • ম > মনাকষা
  •  দক্ষিণ - পশ্চিমে অবস্থিত থানা - শ্যামনগর, সাতক্ষীরা জেলা 
  •  বাংলাদেশের পূর্বে ভারতের যে রাজ্যগুলো অবস্থিত
    •  সূত্রঃ আমি ত্রিমা 
  • বিশ্লেষণঃ 
    •  আ > আসাম, 
    • মি > মিজোরাম, 
    • ত্রি > ত্রিপুরা, 
    • মা > (মিয়ানমার ভারতের রাজ্য নয়)
  •  বাংলাদেশের উত্তরে ভারতের যে রাজ্যগুলো অবস্থিত
    • সূত্রঃ আপ মেঘা
  • বিশ্লেষণঃ 
    • আ > আসাম, 
    • প > পশ্চিমবঙ্গ, মেঘালয়
  •  পশ্চিমে > পশ্চিমবঙ্গ
  •  দক্ষিণে > বঙ্গোপসাগর
  •  যে জেলাগুলো সুন্দরবনকে স্পর্শ করছে
    •  সূত্রঃ ব্যাগে খুব বড় একটি সাপ আছে
  • বিশ্লেষণঃ 
    •  ব্যাগে > বাগেরহাট, 
    • খু > খুলনা, 
    • ব > বরগুনা, 
    • সা > সাতক্ষীরা, 
    • প > পটুয়াখালী
  • বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা
    • সূত্রঃ রাসি মালা চুজ করে গাজী কে দিয়েছে
  • বিশ্লেষণঃ 
    •  রা > রাজশাহী, 
    • সি > সিরাজগঞ্জ, 
    • মা > মাগুরা, 
    • লা > লালমনিরহাট, 
    • চু > চুয়াডাঙ্গা, 
    • জ > জয়পুরহাট, 
    • গাজী > গাজীপুর
  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়
    •  সূত্র : অনাম
  • বিশ্লেষণঃ 
    • অ > অরুণাচল, 
    • না > নাগাল্যান্ড, 
    • ম > মণিপুর
  •  মিয়ানমারের সাথে বাংলাদেশের যে জেলাগুলোর সম্পর্ক রয়েছে
    •  সূত্রঃ বারাক ওবামা
  • বিশ্লেষণঃ 
    • বা > বান্দরবান, 
    • রা > রাঙামাটি, 
    • ক > কক্সবাজার
  •  ভারতের যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে
    •  সূত্র : আমি মেত্রিপ
  • বিশ্লেষণঃ 
    •  আ > আসাম, 
    • মি > মিজোরাম, 
    • মে > মেঘালয়, 
    • ত্রি > ত্রিপুরা, 
    • প > পশ্চিমবঙ্গ
  •  বাংলাদেশের যে জেলাগুলোর ওপর দিয়ে ৯০০ দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে
    •  ঢাকা বিভাগঃ 
      • সূত্রঃ মাগো নতুন জামা টা ফশে গেছে
  • বিশ্লেষণঃ 
    •  মা > মাদারীপুর, 
    • গো > গোপালগঞ্জ, 
    • জা > জামালপুর, 
    • মা > মানিকগঞ্জ, 
    • টা > টাঙ্গাইল, 
    • ফ > ফরিদপুর, 
    • শে > শেরপুর

বি. দ্র. জামালপুর ও শেরপুর বর্তমানে ময়মনসিংহ বিভাগে

  •  বরিশাল বিভাগ :
    • সূত্রঃ পিরোজ গুনা বরি খেয়েছে

  • বিশ্লেষণঃ 
    •  পিরোজপুর, বরগুনা, বরিশাল
  • বাংলাদেশের যে সকল জেলাসমূহের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে 
    •  খুলনা বিভাগ :
      • সূত্রঃ মাঝি ডাঙ্গায় যাও
  • বিশ্লেষণঃ 
    •  মা > মাগুরা, 
    • ঝি > ঝিনাইদহ, 
    • ডাঙ্গায় > চুয়াডাঙ্গা
  • ঢাকা বিভাগ :
    • সূত্রঃ ফরিদ মুন্সি ঢাকার রাজ গঞ্জে কাজ করে
  • বিশ্লেষণঃ 
    •  ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, রাজবাড়ী, 
    • গঞ্জ > নারায়ণগঞ্জ
  • চট্টগ্রাম বিভাগ :
    •  সূত্রঃ কুমির রাখা
  • বিশ্লেষণঃ 
    •  কুমির > কুমিল্লা, 
    • রা > রাঙামাটি, 
    • খা > খাগড়াছড়ি
  • ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা
  • ময়মনসিংহ ডিভিশনের যে জেলাসমূহের সাথে ভারতের সীমান্ত সংযোগ বিদ্যমান
    •  সূত্রঃ সিংহ আমার জামা নেশে
  • বিশ্লেষণঃ 
    • সিংহ > ময়মনসিংহ, 
    • জামা > জামালপুর, 
    • নেত্রকোনা, শেরপুর
  •  রংপুর ডিভিশনের যে জেলাসমূহের সাথে ভারতের সীমান্ত রয়েছে 
    • সূত্রঃ লাল ঠাকুর কুড়ি দিন নীল পঞ্চকে দেখে নাই
  • বিশ্লেষণঃ 
    •  লাল > লালমনিরহাট, 
    • ঠাকুর > ঠাকুরগাঁও, 
    • কুড়ি > কুড়িগ্রাম,
    • দিন > দিনাজপুর, 
    • নীল > নীলফামারী, 
    • পঞ্চ > পঞ্চগড় 
  •  খুলনা ডিভিশনের যে জেলাসমূহের সাথে ভারতের সীমান্ত অবস্থিত
    • সূত্রঃ যকু মিয়ার সাত মেয়ের জিনে চুয়েছে
  • বিশ্লেষণঃ 
    • য > যশোর, 
    • কু > কুষ্টিয়া, 
    • সাত> সাতক্ষীরা, 
    • মেয়ের > মেহেরপুর, 
    • জিনে > ঝিনাইদাহ, 
    • চুয়েছে > চুয়াডাঙ্গা
  • রাজশাহীর যে জেলাসমূহের সাথে ভারতের সীমান্ত সংযোগ বিদ্যমান
    • সূত্রঃ রাজা শাহী জয় করতে চান
  • বিশ্লেষণঃ 
    •  রাজশাহী > রাজশাহী, 
    • জয় > জয়পুরহাট,
    • চা > চাপাইনবাবগঞ্জ, 
    • ন > নওগাঁ
  • চট্টগ্রামের যে সকল জেলার সাথে ভারতের সীমান্ত সংযোগ অবস্থিত  
    • সূত্রঃ কুমিল্লা জেলার ফেনী নদীর পাশে বাচ রাখা আছে
  • বিশ্লেষণঃ 
    •  কুমিল্লা, ফেনী, 
    • বা > ব্রাহ্মণবাড়িয়া,
    • চ > চট্টগ্রাম,  
    • রা > রাঙামাটি, 
    • খা > খাগড়াছড়ি
  • সিলেট ডিভিশনের সকল জেলার সাথে ভারত এর সীমান্ত সংযোগ রয়েছে 
  • বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই।

বাংলাদেশের আয়তন ও সীমানা

দ. এশিয়ার দেশগুলোর মধ্যে আয়তনে বাংলাদেশের অবস্থান - চতুর্থ

মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য - ২৮৩ কি.মি. বা ১৭৬ মাইল 

বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা - ১২ নটিক্যাল মাইল

বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল

১ নটিক্যাল মাইল = ১.৮৫৩ কি.মি.

বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত কিলোমিটার - ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল

ভারতের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য - ৪১৫৬ কি.মি.

আয়তনে বাংলাদেশের বড় বিভাগ - চট্টগ্রাম, বড় জেলা - রাঙামাটি, বড় সিটি কর্পোরেশন - রংপুর, বড় থানা - শ্যামনগর থানা (সাতক্ষীরা জেলা), বড় উপজেলা - শ্যামনগর উপজেলা (সাতক্ষীরা জেলায় অবস্থিত), বড় পৌরসভা - বগুড়া সদর, বড় ইউনিয়ন - সাজেক (রাঙমাটি), বড় গ্রাম- বানিয়াচং (হবিগঞ্জ)। 

আয়তনে বাংলাদেশের ছোট বিভাগ - ময়মনসিংহ, ছোট জেলা - নারায়ণগঞ্জ, ছোট সিটি কর্পোরেশন - সিলেট, ছোট উপজেলা - বন্দর (নারায়ণগঞ্জ), ছোট থানা- ওয়ারী (ঢাকা), ছোট পৌরসভা - ভেদরগঞ্জ (শরীয়তপুর), ছোট ইউনিয়ন - সেন্টমার্টিন (কক্সবাজার)। 

জনসংখ্যায় বাংলাদেশের বড় বিভাগ - ঢাকা, বড় জেলা- ঢাকা, বড় উপজেলা - গাজীপুর সদর, বড় থানা - গাজীপুর সদর, বড় পৌরসভা - বগুরা সদর, বড় ইউনিয়ন - ধামসানি, ঢাকা।

জনসংখ্যায় বাংলাদেশের ছোট বিভাগ - বরিশাল, ছোট জেলা- বান্দরবান, ছোট উপজেলা - থানচি (বান্দরবন), ছোট থানা - বিমানবন্দর থানা ( ঢাকা), ছোট সিটি কর্পোরেশন - কুমিল্লা, ছোট ইউনিয়ন - হাজীপুর (ভোলা)। 

বাংলাদেশের উত্তর-পূর্ব সাইডের থানার নাম - জকিগঞ্জ, সিলেট জেলায় অবস্থিত 

বাংলাদেশের উত্তর-পশ্চিম সাইডের থানা হলো - শিবগঞ্জ, চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত 

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের থানা - টেকনাফ ও কক্সবাজার (জেলার নামেই থানার নামকরণ হয়েছে)

ঢাকার সাথে নদীপথের সরাসরি সংযোগ নেই - রাঙামাটি

বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা - ৩২টি, 

ভারতের সাথে আছে - ৩০টি, মিয়ানমারের সাথে আছে - ৩টি (রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার)

ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে - রাঙামাটির সাথে

সীমান্তবর্তী কোন কোন জেলার সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই - বান্দরবান ও কক্সবাজার

বাংলাদেশের কোন ডিভিশনের সাথে ইন্ডিয়ার সীমান্ত সংযোগ নেই - বরিশাল বিভাগ 

বাংলাদেশের কোন ডিভিশনের সাথে মিয়ানমারের সংযোগ রয়েছে - চট্টগ্রাম বিভাগ 

শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url