ঢাবি ভর্তি সাজেশনঃ বিজ্ঞান বিভাগ
আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন করে ফেলেছেন। ফলে ধরে নেওয়া যায় ভর্তি পরীক্ষার জন্য মনস্তাত্ত্বিকভাবে তৈরি আছেন। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ কাজেই অনেক প্রতিযোগী হয়তো কমে গিয়েছে। তবে ঢাবিতে ভালো ফলাফল করতে হলে মেইন বইয়ের উপর সর্বোচ্চ দখল থাকা আবশ্যক। আজকে আমরা জীববিজ্ঞান ১ম পত্র নিয়ে আলোচনা করবো।
ঢাবির জীববিজ্ঞান প্রশ্ন আর মেডিকেলের প্রশ্ন প্রায়ই একই হয়। তবে শুধু দাগানো লাইন পড়ে গেলেই হবে না। ঢাবির জন্য বোর্ড পরীক্ষার মতো করে পুরো মেইন বই কমপক্ষে একবার রিডিং পড়তে হবে। জীববিজ্ঞানের প্রশ্ন অনেকটাই সহজ হয়ে থাকে। পরীক্ষার আগ মুহূর্তের কোন কোন টপিক পড়ে যাবেন সেটার একটা তালিকা নিচে দিচ্ছিঃ
অধ্যায়-০১ – কোষ ও এর গঠন
·
মাইটোকন্ড্রিয়া
·
রাইবোজোমের কাজ
·
ক্লোরোপ্লাস্টের গঠন
·
নাইট্রোজেন বেসের উদাহরণ
·
নিউক্লিক এসিড, অ্যামাইনো এসিডের কোড এবং অ্যান্টিকোডন
·
DNA এর ভৌত গঠন
·
কোষ সম্পর্কিত
অধ্যায়-০২ – কোষ বিভাজন
·
প্রোফেজ-০১ উপ-পর্যায়
·
মাইটোসিস বিভাজনের ধাপসমূহ
·
মায়োসিস, মাইটোসিস ও অ্যামাইটোসিস কোথায় হয় তার উদাহরণ
অধ্যায়-০৩ – কোষ রসায়ন
·
সকল প্রকার অ্যামাইনো এসিডের উদাহরণ
·
রিডিউসিং ও নন-রিডিউসিং সুগারের উদাহরণ
·
এনজাইমের নাম ও কাজ
·
কার্বোহাইড্রেটের শ্রেণি বিভাগ
অধ্যায়-০৪ – অণুজীব
·
ম্যালেরিয়া পরজীবীর নাম
·
ব্যাকটেরিয়ার উপকারিতা
·
টি-২ ফায ভাইরাসের গঠন
·
ভাইরাসের গঠন
·
ম্যালেরিয়া পরজীবী
·
ডিএনএ ও আরএনএ ভাইরাসের উদাহরণ
অধ্যায়-০৫ – শৈবাল ও ছত্রাক
·
ছত্রাক ও শৈবালের উপকারিতা
·
শৈবাল ও ছত্রাকের উদাহরণ
·
শৈবালের কোষীয় গঠন
·
ফ্লোরিডিয়ান স্টার্চ
আরও
পড়তে পারেনঃ
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি
অধ্যায়-০৬ – ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
·
টেরিসের দৈহিক গঠন
·
টেরিসের গ্যামেটোফাইট
অধ্যায়-০৭ – নগ্নবীজী ও আবৃতবীজী
·
Malvaceae – গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য
·
Cycas – কোথায় পাওয়া যায়
·
অমরাবিন্যাসের উদাহরণ
অধ্যায়-০৮ – টিস্যু ও টিস্যুতন্ত্র
·
ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ও উদাহরণ
·
ফ্লোয়েম টিস্যু সংক্রান্ত সব
অধ্যায়-০৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব
·
C-4 চক্রের স্থায়ী পদার্থের নাম
·
সালোকসংশ্লেষে নির্গত O2 এর উৎস
·
ক্যালভিন চক্রের পদার্থসমূহ
·
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন
·
অবাত শ্বসন
·
NADP, ATP, ADP
·
C-4 ও C-3 উদ্ভিদের উদাহরণ
আরও পড়তে পারেনঃ
মেডিকেল ভর্তি প্রস্তুতিঃ শেষ ১৫ দিনের রিভিশন প্ল্যান
অধ্যায়-১০ – উদ্ভিদ প্রজনন
·
পার্থেনজেনেসিস
·
বিভিন্ন ধরণের ডিম্বক
অধ্যায়-১১ – জীবপ্রযুক্তি
·
টিস্যু কালচার
·
ইনসুলিন উৎপাদনের ধাপসমূহ
·
রেস্ট্রিকশন এনজাইম
অধ্যায়-১২ – জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
·
অঞ্চলের নাম, অবস্থান ও উদাহরণ
·
বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ
·
ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীদের নাম
·
এক্স-সিটু সংরক্ষণ
লেখক
মোঃ রাশেদুল হাসান সিয়াম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়