মেডিকেল ভর্তি প্রস্তুতিঃ শেষ ১৫ দিনের রিভিশন প্ল্যান
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২২, ১৫ দিনে কীভাবে নিজেকে শেষ মুহূর্তের জন্য প্রস্তুত করবে তা নিয়ে থাকছে চমৎকার সব কৌশল ও পরামর্শ। তাই পুরো লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
প্রথমে যেকোনো একটা বই হাতে নেই। ধরি, বায়োলজি ১ম পত্র নিলাম। এরপরে এর প্রথম অধ্যায় খুলে বিগত বছর এখান থেকে যত প্রশ্ন হয়েছে সবগুলো বই থেকে খুঁজে খুঁজে লাইনটা মার্ক করে ফেলব। এভাবে প্রতিটা চ্যাপ্টার করে ফেললে কোন কোন টপিক বা প্যারার গুরুত্ব বেশি তা বুঝা যাবে।
** আর বোল্ড করা লাইনগুলো তো অবশ্যই পড়তে হবে। আমি ব্যক্তিগতভাবে পরীক্ষার আগের শেষ মাসটা এভাবেই পড়েছি।
রুটিন নিজের উপর নির্ভর করে। তাও একটা করে দিলাম, কাজে লাগলে তো আলহামদুলিল্লাহ্।
১ম ধাপঃ ৩দিন
বায়োলজি ১ম ও ২য় পত্র থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো বইয়ে দাগাবেন আর পড়বেন।
২য় ধাপঃ ৩দিন
পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র বই শেষ করবেন। এক্ষেত্রে প্রত্যেক চ্যাপ্টারের শেষে যে টীকা থাকে সেগুলো অবশ্যই দেখবেন। আর চ্যাপ্টারের শেষে দেওয়া এমসিকিউগুলো শেষ করে ফেলবেন (ইসহাক ও তপন স্যারের বইয়ের)।
৩য় ধাপঃ ৩দিন
রসায়ন ১ম ও ২য় পত্র বই একইভাবে শেষ করবেন। বিশেষ করে Practical use গুলো যেমনঃ জৈব যৌগে গ্লিসারিন, নাইলন, TNT ইত্যাদি বেশি জোর দিবেন। চ্যাপ্টারের শেষে দেওয়া এমসিকিউ সলভ করবেন (হাজারী স্যারের বইয়ের গুলোই যথেষ্ট)।
৪র্থ ধাপঃ ১দিন
সাধারণ জ্ঞান থেকে মুক্তিযুদ্ধের উপর আগে যা পড়েছেন রিভিশন দিবেন। সাম্প্রতিক টপিকগুলো অবশ্যই দেখে যাবেন। যেমনঃ পদ্মা সেতু, করোনা ভাইরাস, মুজিববর্ষ ইত্যাদি।
৫ম ধাপঃ ১দিন
English এর যে যে টপিক আছে মেডিকেলের জন্য সেগুলোর Rules দেখে নিবেন।
[English, Gk নিয়ে ভয় পাবেন না, প্রশ্ন সহজ হবে ইনশাল্লাহ।]
এখানে ১১ দিনের কাজ শেষ। বাকিদিন গুলো এভাবে পড়বেন-
১ম দিনঃ বায়োলজি রিভিশন (দাগানো লাইন + বিগত বছরের প্রশ্ন)।
২য় দিনঃ পদার্থবিজ্ঞান (রিভিশন লাইন + বিগত বছরের প্রশ্ন ও চ্যাপ্টারের শেষে দেওয়া প্রশ্ন)।
৩য় দিনঃ রসায়ন (রিভিশন লাইন + বিগত বছরের প্রশ্ন ও চ্যাপ্টারের শেষে দেওয়া প্রশ্ন)।
৪র্থ দিনঃ English and Gk আগের পড়াগুলো রিভিশন দিবেন।
পরের দিনঃ নিজেকে শান্ত রাখুন। ‘ইনশাল্লাহ পারবেন’ এই ভরসা রাখুন। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন।
আমার জন্য দোয়া করবেন, কারো উপকারে লাগলে। ভালোবাসা রইলো।
লেখকঃ- Fatema Tuj Juhora Reshma
Rangamati Medical College
Batch: 2019-2020