১০-৪০তম BCS-এ শব্দ থেকে আসা প্রশ্ন

বিসিএস পরীক্ষায় শব্দ থেকে আসা প্রশ্ন নিয়ে কনটেন্টটি তৈরি করা হয়েছে। এগুলো পড়লে বিসিএস পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত ধারণা পাবেন। তাছাড়া আমাদের বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে করা পোস্টটি পড়লে বিস্তারিত জানতে পারবেন। যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।
১০-৪০তম BCS-এ শব্দ থেকে আসা প্রশ্ন, পর্তুগিজ ভাষা, আনারস, তদ্ভব শব্দ, মৌলিক শব্দ, গোলাপ, চৌ-হদ্দি, হেড-মৌলভী, গিন্নি, সূর্য, অর্ধ-তৎসম, সাধিত শব্দ, পেরেশান,BCS-এ শব্দ থেকে আসা প্রশ্ন, শব্দ থেকে প্রশ্ন

১। ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে - পর্তুগিজ ভাষা থেকে। [১০তম]

২। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে - পাকা পাকা আম। [১০তম]

৩। কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত - মাথা খাটিয়ে কাজ করবে। [১০তম]

৪। কোনটি তদ্ভব শব্দ - চাঁদ। [১০তম]

৫। বাংলাভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে - চা, চিনি। [১২তম]

৬। মৌলিক শব্দ কোনটি - গোলাপ। [১৪তম, ৩৭তম]

৭। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে - বালতি। [১৭তম]

৮। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় - তিন ভাগে। [১৮তম]

৯। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির - ননদ। [১৮তম]

১০। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় - দাম। [১৮তম]

১১। ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’— এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ - ধ্বনাত্মক শব্দ। [২০তম]

১২। ‘যত বড় মুখ নয় তত বড় কথা’- এখানে ‘মুখ’ বলতে কী বুঝাচ্ছে - শক্তি। [২১তম]

১৩। ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ - পর্তুগিজ। [২৩তম]

১৪। ‘কাঁচি’ কোন ভাষার শব্দ - তুর্কি। [২৪তম (বাতিল)]

১৫। ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে - ফারসি + ইংরেজি [২৪তম (বাতিল)]

১৬। কার মাথায় হাত বুলিয়েছ— এখানে ‘মাথা’ শব্দের অর্থ - ফাঁকি দেওয়া। [২৪তম]

১৭। ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে - ফারসি + আরবি। [২৬তম]

১৮। কোন শব্দটি ফারসি - পেরেশান। [২৬তম]

১৯। কোনটির অর্থ পক্ব অর্থে প্রকাশ পায় - পাকা আম। [২৬তম]

২০। গ্রিক শব্দ কোনটি - দাম। [২৭তম]

২১। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে - তুর্কি। [৩২তম]

২২। কোনটি ইংরেজি শব্দ - কমা। [৩২তম]

২৩। কোনটি সাধিত শব্দ নয় – গোলাপ। [৩২তম]

২৪। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে - লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে। [৩৫তম]

২৫। কোন শব্দজোড় বিপরীতার্থক নয় - হৃষ্ট-পুষ্ট। [৩৫তম]

২৬। ‘হেড-মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে - ইংরেজি + ফার্সি। [৩৬তম]

২৭। ‘তাম্বুলিক' শব্দের সমার্থক নয় কোনটি? -  তামসিক। [৩৯তম]

২৮। ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ? – তুর্কি। [৩৮তম]

২৯। ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? – অর্ধ-তৎসম। [৩৮তম]

৩০।  ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি? – অর্ক। [৩৮তম]

৩১।  কোনটি মৌলিক শব্দ? – গোলাপ। [৩৮তম]

৩২। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? – একযোগে [৩৮তম]

শেয়ার
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url